স্বাধীনতার মহান ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দৈনিক দিনকাল পাঠক ফোরাম চট্টগ্রামের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল এবং কেক কাটা কর্মসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।
ড্যাব নেতা ডাক্তার মেহেদী হাসানের সভাপতিত্বে এ্যাব নেতা রেজাউল হায়াৎ খান আবিরের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন ড্যাব চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডাক্তার বেলায়েত হোসেন ঢালী,নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের সিনিয়র সদস্য, পেশাজীবী নেতা লায়ন অহিদুল ইসলাম সিকদার, দৈনিক দিনকাল চট্টগ্রামের প্রধান সাংবাদিক হাসান মুকুল, ড্যাব নেতা ডাক্তার রানা চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ -দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জহির, জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রামের সহ-প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন খাঁন, দৈনিক দিনকাল পাঠক ফোরামের অন্যতম সংগঠক জহিরুল ইসলাম চৌধুরী সাহেল,মইনুদ্দিন খান রাজীব,সহ-অধ্যাপক ইকবাল হোসেন সুমন, ইউ এসটিসি মেডিকেল কলেজ ছাত্রদলের আহবায়ক ডাক্তার গিয়াস উদ্দিন নয়ন, মোহাম্মদ ইলিয়াস, জাতীয়তাবাদী মৎস্যজীদল চট্টগ্রাম মহানগরের যুগ্ন আহ্বায়ক জহিরুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদল কোতোয়ালি থানা শাখার যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম জাহেদ,চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদল নেতা এরফানুর রহমান জিসান, প্রকৌশলী আবির আল মাহমুদ, জাতীয়তাবাদী তরুণ দল চট্টগ্রাম মহানগরের যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ দিদার হোসেন, দৈনিক দিনকাল পাঠক ফোরামের সদস্য নেতা মোঃ বেলাল সহ বিভিন্ন শ্রেণী, পেশার নেতৃবৃন্দের অংশগ্রহণ প্রমূখ।
বক্তরা বলেন,শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক। বাংলাদেশী জাতিসত্ত্বার রূপকার এবং আধুনিক বাংলাদেশের স্থপতি। দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারি হয়ে এই বিপ্লব উদ্যানেই তিনি প্রথম বিদ্রোহ করে মুক্তিযুদ্ধের সূচনা করেন।