শৃঙ্খলা ও আনুগত্যের মাধ্যমে দ্বীনি দায়িত্ব পালন করতে হবে -শাহজাহান চৌধুরী

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, শৃঙ্খলা ও আনুগত্যের মাধ্যমে দ্বীনি দায়িত্ব পালন করতে হবে। সংগঠনের মূল উপাদান হচ্ছে আনুগত্য। যে সংগঠনে আনুগত্য নেই, সে সংগঠনে শৃঙ্খলা নেই। আর শৃঙ্খলাই যদি না থাকে, তাহলে সংগঠনে বহু লোকের ভিড় জমলেও এর কোনো মূল্য নেই। আনুগত্যহীন সৈন্যবাহিনী কোনো যুদ্ধে সফলকাম হতে পারে না। অনুরূপভাবে আনুগত্যহীন জাতি রাখালবিহীন মেষপালের ন্যায়; যাদের ধ্বংস অনিবার্য। জীবনের সর্বস্তরেই আনুগত্য ও শৃঙ্খলা আবশ্যক। ইসলামে আনুগত্যের তাৎপর্য হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে আল্লাহ ও রাসূলের আদেশ অনুযায়ী চলতে হবে, নিষেধকৃত বিষয় থেকে বিরত থাকতে হবে। জীবনের সবকিছু একমাত্র আল্লাহ ও তাঁর রাসূলের জন্য উৎসর্গ করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী দেওয়ান বাজারস্থ কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারির অধ্যক্ষ নুরুল আমিনের সভাপতিত্বে উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরীর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, সমাজ কল্যাণ পরিষদের সহকারি সেক্রেটারি শফিউল আলম ছোবাহানী, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল, মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম রনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মুহাম্মদ আলী, কোতোয়ালি থানা জামায়াতের আমীর আমির হোছাইন, বন্দর থানা আমীর মাহমুদুল আলম, ডবলমুরিং থানা জামায়াতের আমীর ফারুকে আজম, বায়েজিদ থানা জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইন, আকবর শাহ থানা আমীর অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, সদরঘাট থানা আমীর আব্দুল গফুর, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, খুলশী থানা আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়া, পাঁচলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমী, পাহাড়তলী থানা আমীর মোহাম্মদ নুরুল আলম, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, চাঁন্দগাও থানা জামায়াতের সেক্রেটারি জসিম উদ্দীন সরকার, কোতোয়ালি থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমেদ, ইপিজেড থানা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান প্রমুখ।