মঙ্গলবার (১৪ই জানুয়ারী )কোতোয়ালী থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে কোতোয়ালী থানার অফিসার্স কর্ণারে “সিটিজেনস্ ফোরাম মত বিনিময় সভা” অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনউপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা, এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) সহ সিটিজেনস ফোরাম কোতোয়ালী থানার নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত মত বিনিময় সভায় কোতোয়ালী থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূল, চুরি, ছিনতাই, চাঁদাবাজি প্রতিরোধ’সহ সকল প্রকার অপরাধ নিবারণে কোতোয়ালী বাসী একত্রিত হয়ে অপরাধ নিবারনের প্রতিশ্রুতি দেন। উক্ত সভায় উপস্থিত সকলকে অপরাধ স্থল এবং অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য অনুরোধ করে সভা সমাপ্ত ঘোষণা করেন।