ওয়ার্ড সচিবদের সেবা কার্যক্রমে সচেষ্ট থাকার আহ্বান মেয়র ডা. শাহাদাতের

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন নগরবাসীর সেবা নিশ্চিত করতে ওয়ার্ড সচিবদের আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বিশেষভাবে বিভিন্ন সনদ প্রদানের ক্ষেত্রে জনভোগান্তি এড়াতে দ্রুত এবং কার্যকর সেবা নিশ্চিত করার তাগিদ দেন।
বৃহস্পতিবার চসিক নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ওয়ার্ড সচিবদের সাথে মতবিনিময় সভায় মেয়র বলেন, “জনগণের অধিকার এবং তাদের সেবার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। প্রতিটি নাগরিকের প্রয়োজনীয় সনদ পেতে যেন দুর্ভোগ না পোহাতে হয়, তা নিশ্চিত করতে হবে। ওয়ার্ড পর্যায়ে সেবার মানোন্নয়নই আমাদের মূল লক্ষ্য।”
মেয়র ডা. শাহাদাত বিভিন্ন সনদ প্রদানের ক্ষেত্রে বিলম্ব এবং জটিলতার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “একটি জন্মনিবন্ধন বা অন্যান্য সনদ পেতে দিনের পর দিন ঘুরে বেড়ানো নাগরিকদের জন্য অমানবিক। এ ধরণের অসুবিধা দূর করতে আধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষিত জনবলের ব্যবহারের কোনো বিকল্প নেই। জনগণ আমাদের সেবা পেতে আসে, দুর্ভোগ নিয়ে ফিরে যাওয়া তাদের প্রাপ্য নয়। জনগণকে ভোগান্তি দেয়ায় ইতোমধ্যে আমরা বেশ কয়েকজন ওয়ার্ড সচিবকে দায়িত্ব থেকে অপসারণ করেছি এবং কয়েকজনকে বদলি করেছি। জনভোগান্তি সৃষ্টি করলে কোন ছাড় নেই।”
তিনি ওয়ার্ড সচিবদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেসব কর্মচারী দায়িত্বে অবহেলা বা স্বজনপ্রীতির কারণে নাগরিক সেবা ব্যাহত করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় ওয়ার্ড সচিবদের প্রতি মেয়র নির্দেশনা দেন, সেবা গ্রহণকারীদের সঙ্গে ভালো আচরণ করা এবং সময়মতো সেবা প্রদানের মাধ্যমে তাদের আস্থা অর্জন করতে হবে। তিনি বলেন, “আপনাদের কাজের পদ্ধতি আরও স্বচ্ছ এবং জবাবদিহিতার মধ্যে আনতে হবে। কোনো সেবা প্রত্যাশীর অভিযোগ যাতে উপেক্ষিত না হয়, তা নিশ্চিত করতে হবে।”
ডা. শাহাদাত আরও বলেন, জন্মনিবন্ধন, মৃত্যু সনদসহ অন্যান্য সরকারি সেবার ক্ষেত্রে ডিজিটাল সেবা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। নগরবাসী যাতে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সনদ হাতে পান, তা নিশ্চিত করতে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণের কথা তিনি জানান।
মেয়র সভায় উপস্থিত ওয়ার্ড সচিবদের আরও উদ্যমী হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “চট্টগ্রামের উন্নয়নে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় নগরীকে আরও আধুনিক এবং পরিবেশবান্ধব করে তুলতে হবে। ওয়ার্ড পর্যায়ে টিসিবির পণ্য সরবরাহ এবং পরিচ্ছন্ন কার্যক্রম ঠিকমতো হচ্ছে কী না সে বিষয়ে ওয়ার্ড সচিবরা সতর্ক দৃষ্টি রাখবেন। ”
সভায় ওয়ার্ড সচিবরা তাদের কার্যক্রমের বিভিন্ন দিক উপস্থাপন করেন এবং কাজের উন্নয়নের জন্য বিভিন্ন পরামর্শ দেন। মেয়র তাদের দেওয়া তথ্য এবং পরামর্শ শোনার পাশাপাশি তাদের কার্যক্রম নিয়মিত মূল্যায়নের নির্দেশ দেন।
মেয়র জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি স্বয়ংক্রিয় ও ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, “একটি স্বচ্ছ, কার্যকর এবং জবাবদিহিমূলক প্রশাসনই নাগরিক সেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। জনগণের প্রত্যাশা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিনসহ ৪১টি ওয়ার্ডের সচিব।