রিলায়েন্স মেয়র কাপ অনূর্ধ্ব-১৬”টি-টুয়েন্টি” ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৫ ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার বিকালে চসিক বাকলিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। আরো উপস্থিত ছিলেন এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুল মালেক, চান্দগাও ওয়ার্ডের সাবেক কমিশনার নাজিমুদ্দিন, পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কমিশনার ইসমাইল বালি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কামরুল ইসলাম, বিশিষ্ট ফুটবলার রাইজিং স্টারের নজরুল ইসলাম লেদু প্রমুখ।
অনুষ্ঠানে মেয়র বলেন, আরাফাত রহমান কোকো ক্রিকেটের উন্নয়নে অবদান রেখেছেন। আরাফাত রহমান কোকোর ক্রিকেটে অবদান বিশেষভাবে বাংলাদেশের ক্রিকেট কাঠামো উন্নয়ন এবং তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করার মধ্যে নিহিত। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সংশ্লিষ্ট থেকে ক্রিকেট উন্নয়নে কাজ করেছেন এবং প্রাতিষ্ঠানিক কাঠামোকে সুসংহত করতে ভূমিকা রেখেছেন। তার সময়ে স্কুল ও কলেজ পর্যায়ে ক্রিকেট উন্নয়ন, খেলোয়াড়দের প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে ক্রিকেটকে জনপ্রিয় করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। বিশেষত, তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করে তাদের সুযোগ তৈরি করার ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য। তার প্রচেষ্টার ফলেই অনেক তরুণ ক্রিকেটার আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ পেয়েছেন এবং বাংলাদেশের ক্রিকেট একটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে।
প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলা হবে জানিয়ে মেয়র বলেন, আমি ক্রীড়া ক্ষেত্রের বিকাশে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করতে চাই। ক্রিয়া জগতের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের। আমি নিজে একজন ক্রিকেটার ছিলাম। আমি মেট্রোপলিটন ক্রিকেট লীগ খেলেছি, ফার্স্ট ডিভিশন লীগ খেলেছি। স্পোর্টসম্যানদের রোগের উপরে চট্টগ্রামের প্রথম ডিগ্রি নিয়ে এসেছি। মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়াক্ষেত্রের বিকাশ চাই৷
বাংলাদেশে ক্রিকেটের উন্নতি হয়েছে আরাফাত রহমান কোকোর হাত দিয়ে: মেয়র ডা. শাহাদাত
প্রকাশ : ১৪ জানুয়ারি, ২০২৫ ১:৪২ : অপরাহ্ণ |
বিভাগ : খেলাধুলা
2 বার