আজ মধ্য রাতে জেলা প্রশাসক চট্টগ্রাম নগরীর পুরাতন রেলস্টেশন এলাকা,সিআরবি, কাজীর দেউরী, ডিসি হিল,প্রবর্তক মোড়, চকবাজার এলাকায় বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে প্রায় ৩,০০০ হাজার শীতবস্ত্র বিতরণ করেন। চলতি শীত মৌসুমে চট্টগ্রাম জেলায় প্রধান উপদেষ্টার কার্যালয় হতে ২০,০০০ পিস কম্বল বরাদ্দ পাওয়া যায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত অর্থ দিয়ে আরও ১৫,০০০ পিস কম্বল ক্রয় করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত অর্থ দিয়ে ক্রয়কৃত কম্বল বিতরণ কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। মধ্য রাতে কম্বল বিতরণের বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, আমি দুস্থ ও অসহায় মানুষের কষ্ট কাছে থেকে উপলব্ধি করার জন্যই আমি নিজে অসহায় মানুষের কাছে ছুটে এসেছি। আমি সব সময় তাদের প্রতি ইম্পেথি ফিল করি। তিনি সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প উদ্যোক্তা ও বিত্তশালীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার আল আমিন হোসেন, স্টাফ অফিসার মো. ইসরাফিল জাহান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল মজুমদার ও জেলা নাজির জামাল উদ্দিন।