যত্রতত্র ভাবে গাড়ি দাঁড় না করিয় সড়কের একপাশে রাখুন। যানজট মুক্ত রাখতে চালকদের মাঝে সচেতনতা সৃষ্টি করুন।ট্যাক্স টোকেন সরকারের প্রাপ্য। তা নিজ দায়িত্বে সরকারি কোষাগারে পরিশোধ করুন। রাজস্ব প্রদানের মাধ্যমের প্রধানমন্ত্রী ২০২১ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়ন ও আমরা সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ পাব।
গতকাল রবিবার সকালে নগরীর মুরাদপুরস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ডভ্যান এন্ড মিনিট্রাক মালিক গ্রুপের উদ্যোগে দেশের চলমান পরিস্থিতিতে পণ্য পরিবহন ব্যবস্থা নিরবচ্ছিন্ন ভাবে পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক সহযোগিতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ওয়াসিম ফিরোজ এই সব কথা বলেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে এমদাদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মোঃ জাকের হোসাইন ও হাসান মাসুদ মেম্বার, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ সভাপতি আবু বক্কর ছিদ্দিক, বায়েজিদ থানা আওয়ামীলীগের সভাপতি আবদুল নবী লেদু , খাগড়াছড়ি জেলা চালক সমবায় সমিতি লিঃ এর সভাপতি বাবু মনতোষ ধর, রাঙ্গামাটি জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সেকান্দর হোসেন চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসান মাহমুদ সহ চট্টগ্রামের শীর্ষস্থানীয় পণ্য পরিবহন নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন তালুকদার, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন, সহ সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আনোয়ার পাশা, মোহাম্মদ এমদাদুল হক, সাধারণ সম্পাদক কে.এম মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মান্নান কোম্পানী, সহ-সম্পাদক মোহাম্মদ মিলন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দুলাল, অর্থ সম্পাদক মোঃ শাহজাহান, প্রচার সম্পাদক হাজী মোঃ আবু তাহের, দপ্তর সম্পাদক ফেরদৌস জামান মুকুল, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইউসুফ, নির্বাহি সদস্য রিয়াজ উদ্দিন, বেলাল হোসেন, শাহনেওয়াজ ও জাহেদ হোসেন প্রমুখ।