![](https://dainikpurbatara.com/wp-content/uploads/2024/02/IMG-20240229-WA0003.jpg)
![](https://dainikpurbatara.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নগরীর অক্সিজেনে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সে আসন্ন রমজান মাস, চুয়েট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন করা নিয়ে আলোচনা সভা ও পরিবহনের চালক হেল্পারদের ট্রাফিক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি ট্রাফিক উত্তর কীর্তিমান চাকমা, এসি ট্রাফিক উত্তর আসিফ মাহমুদ গালিব, টি আই প্রশাসন মোঃ কামাল হোসেন, টি আই মোহরা কামরুজ্জামান রাজ, টি আই বহদ্দারহাট বিপুল পাল, টি আই মুরাদপুর উত্তম কুমার দেবনাথ, টি আই পাঁচলাইশ মোঃ মাসুদুর রহমান, টি আই খুলসী মোঃ আব্দুস সবুর এবং টি আই বায়েজিদ মোঃ আলমগীর হোসেন।