নীলফামারীর স্বর্ণা ভিলায় অবস্থিত মানবিক সংস্থা *জুবেদা খাতুন ফান্ড* ১৪ জানুয়ারি ২০২৫, রোজ মঙ্গলবার সকাল ৯:৩০ টায় ১১ নম্বর পুঁইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সাইফুর রহমান মাদ্রাসা সংলগ্ন মাঠে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *আল-হামিম ইনস্টিটিউটের* প্রিন্সিপাল আরিফুল ইসলাম, মাওলানা আবুল কাশেম, মাওলানা নুরুল কাদের, এবং মাওলানা আব্দুস সাত্তার নীজামী। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও তাৎপর্যময় করে তোলে।
এই কম্বল বিতরণ কার্যক্রমে শত শত অসহায় মানুষ উপকৃত হন। প্রধান অতিথি মোহাম্মদ ইসহাক আলী সরকার বলেন, *“আমাদের এই উদ্যোগ সফল করতে সকলের দোয়া ও সহযোগিতা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং দীর্ঘস্থায়ী করুন।”*
এই মহৎ উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে গভীর কৃতজ্ঞতার জন্ম দিয়েছে। এলাকাবাসীরা সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
মানবিক সংস্থা *জুবেদা খাতুন ফান্ডের* এই মহৎ প্রচেষ্টা শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি সমাজে সহযোগিতা ও সহানুভূতির একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।