চট্টগ্রামে জিয়া স্মৃতি ক্রিকেট ম্যাচ – উদ্বোধক তামিম ইকবাল, গান গাইবে মৌসুমী

আগামী ১১ জানুরায়ী ২০২৫ শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে জিয়া স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪ এর বিভাগীয় পর্বের টি – টোয়েন্টি ক্রিকেট ম্যাচ। শনিবার সকাল ১০ টা থেকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্বোধন সহ ম্যাচের বিভিন্ন আনুষ্ঠানিকতা। খেলা শুরু হবে দুপুর ১২ টায়। ম্যাচের উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার সকালে এম এ আজিজ স্টেডিয়াম কনফারেন্স রুমে জিয়া ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪, চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপনা কমিটি আয়েজিত ম্যাচ পূর্ব সাংবাদিক সম্মেলনে কমিটির আহবায়ক মসিউল আলম স্বপন এই ব্যাপারে সাংবাদিকদের বিস্তারিত অবগত করেন।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর স্মৃতি স্বরণে কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী এই টুর্ণামেন্টের আয়োজন কর হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় সাবেক ও বর্তমান তারকা খেলোয়াড়সহ বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়দের নিয়ে লাল ও সবুজ নামে গঠিত দুইটি দল মাঠে একে অপরের মোকাবেলা করবে। বিভাগীয় পর্যায়ে জয়ী ১০ দল ঢাকায় অনুষ্ঠিত চুড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে।
সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, ম্যাচ শুরুর পূর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে জুলাই আন্দোলনের জনপ্রিয় “দেশটি তোমার বাপের নাকি” গানের আলোচিত শিল্পী মৌসুমী ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস)। সবার জন্য উমুক্ত এই অনুষ্ঠানে ম্যাচ দেখতে আসা মহিলা ও ছাত্রীদের জন্য স্টেডিয়ামে থাকবে পৃথক আসন ব্যবস্থা।
সাংবাদিক সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠন সহ দেশের ক্রীড়াঙ্গনে সাবেক রাষ্ট্র প্রধান শহীদ জিয়াউর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্বরণ করা হয় এবং আশা প্রকাশ করে বলা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আয়োজিত জিয়া স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের মাধ্যমে সারা দেশে খেলাধুলার জাগরন ঘটবে। ক্রীড়ার হারানো জৌলুশ আবার ফিরে আসবে, প্রকৃত ক্রীড়া সংগঠকরাই খেলাধুলার নেতৃত্ব দিবে।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন নগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান, নগর বিএনপি যুগ্ম আহবায়ক এস এম সাইফুল ইসলাম, নগর বিএনপি যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, প্রচার উপ কমিটির আহবায়ক মেশারফ হোসেন দীপ্তি, মিডিয়া উপ কমিটির আহবায়ক আর ইউ চৌধুরী শাহীন। উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ তৈয়ব, সহ- টুর্ণামেন্ট কমিটি ও উপ কমিটির কর্মকতাবৃন্দ।
জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৪ এর চট্টগ্রাম বিভাগীয় ম্যাচের অনুষ্ঠান সুচী;
তারিখ : ১১ জানুয়ারী, শনিবার স্থান : এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম সকাল ১০.০০ টা : সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল ১১.০০ টা : অতিথিদের মাঠে প্রবেশ ও পরিচিতি পর্ব সকাল ১১.০৫ টা : অতিথিদের বক্তব্য সকাল ১১.২৫ টা : জাতীয় সংগীত পরিবেশন সকাল ১১.৩০ টা : বেলুন উড়িয়ে উদ্বোধন সকাল ১১.৩৫ টা : অতিথি – খেলোয়াড় পরিচিতি পর্ব সকাল ১১.৪৫ টা : অতিথিদের আসন গ্রহন সকাল ১১.৫০ টা : দর্শকদের উদ্দেশ্যে ডিসপ্লে দুপুর ১২.০০ টা : টি-টোয়েন্টি