চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ট্রাফিক উত্তর জয়নুল আবেদীন (অতিরিক্ত ডিআইজি) এর নির্দেশনায় চট্টগ্রাম মহানগরীতে চলাচল নিষিদ্ধ অবৈধ যানবাহন ও কাগজপত্র বিহীন যানবাহনের বিরুদ্ধে নগরীর চাঁদগাও কাপ্তার রাস্তার মাথায় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ট্রাফিক ইন্সপেক্টর (টিআই মোহরা) মোঃ কামরুজ্জামান রাজ এর নেতৃত্বে অভিযানটির পরিচালিত হয়।
এ সময় চট্টগ্রাম মহানগর এলাকায় প্রবেশ নিষিদ্ধ ১৩ টি গ্রাম সিএনজি, ৫ টি টেম্পু,৬ টি পিকআপ, একটি ট্রাক, একটি ব্যাটারি চালিত রিক্সা ও একটি মোটরসাইকেল সহ মোট ২৭ টি গাড়ি আটক করে ডাম্পিং ইয়ার্ড এ প্রেরণ করেন।
এই অভিযানের অংশ নেন সার্জেন্ট মাসুদ রানা, সার্জেন্ট আশিকুর রহমান সহ অন্যান্য ট্রাফিক পুলিশ সদস্যবৃন্দ।
টিআই মোহরা মোঃ কামরুজ্জামান রাজ বলেন, এটা একটি চলমান প্রক্রিয়া। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও ডিসি ট্রাফিক উত্তর স্যারের নির্দেশে আমরা এ ধরনের অভিযান পরিচালনা করি । আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।