আমাকে টার্গেট করে জুয়ার আসরের নিউজ প্রকাশ করা হয়েছে -কাউন্সিলর বেলাল

লালখান বাজারের দায়িত্বে নেওয়ার সাড়ে তিন বছরের মধ্যে ওয়াসা মুনতাসি ভবনের জুয়ার ক্লাব নিয়ে ৮থেকে ৯টি নিউজ প্রকাশ হয়েছে আমাকে টার্গেট করে।

আজ সোমবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে জুয়ার ক্লাবের সাথে নাম জড়িয়ে সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলনে লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসানাত মোহাম্মদ বেলাল এ অভিযোগ করেন।

তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় কামনা করে বলেন, ওয়াসা মুনতাসির ভবনের জুয়ার ক্লাব স্থায়ীভাবে বন্ধ , হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, চাঁনমারি রোডে ছিনতাই, মাদক ব্যবসা বন্ধসহ সব ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলনে গণমাধ্যম কর্মীদের পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি বলেন, লালখান বাজার স্থিতিশীল থাকলে আমার সুনাম, সুনাম রক্ষায় যে কোন ত্যাগ শিকার করতে প্রস্তুত। আমি সাড়ে তিন বছরে অনৈতিক কাজে তদবির বা আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে ওসির কাছে তদবির করি নাই।

তিনি বলেন, আমার প্রতিপক্ষ আপনারা নিউজ পাওয়ার আগে পাঠিয়ে দিয়ে সাংবাদিক ও গোয়েন্দা সংস্থার ব্যবহার করে সংবাদ প্রকাশে ছাপ সৃষ্টি করে।