মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চবকের দিনব্যাপী কর্মসূচী পালন

২১ ফেব্রুয়ারি সূযোর্দয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বন্দর কর্তৃপক্ষের প্রধান দপ্তর/ভবন, ওয়ার্কশপ, আবাসিক ভবন, বিদ্যালয় ও বন্দরে অবস্থানরত সকল জাহাজ ও জলযান সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ৮.৩০ ঘটিকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় ও বন্দর কলেজ মাঠ সংলগ্ন শহীদ মিনারে চেয়ারম্যান, চবক রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি, কর্তৃক পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় চবক এর সকল সদস্য, সকল বিভাগীয় প্রধান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বন্দর থানা কমান্ডের নেতৃবৃন্দ, বন্দরের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্রছাত্রীসহ তাদের স্ব স্ব প্রতিষ্ঠান/সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষ্যে বাদ জুমআ চবক এর আওতাধীন সকল মসজিদে মহান ভাষা আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত এর জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও চবক এর সকল ধর্মীয় প্রতিষ্ঠান, এবাদতখানা, মন্দির ও বৌদ্ধ বিহারে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয় এবং বন্দর হাসপাতালে অভ্যন্তরীণ রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

বন্দরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত চিত্রাঙ্কন, কবিতা পাঠ, রচনা ও সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতার আয়োজন করা হয়।