নগরীকে পরিচ্ছন্ন রাখতে আবাসিক এলাকা গুলোর নেতৃবৃন্দকে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
শুক্রবার দক্ষিণ খুলশী কল্যাণ সমিতির (আবদুল মালেক সোসাইটি) বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মেয়র বলেন, নগরী আপনার-আমার সবার। নগরীকে পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত রাখার ক্ষেত্রে আবাসিক এলাকা গুলোর নেতৃবৃন্দকে ভূমিকা রাখতে হবে। আমরা সবাই মিলে কাজ করলে চট্টগ্রাম হয়ে উঠবে নান্দনিক, আদর্শ শহর।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর ও চট্টগ্রাম ওয়াসার সদস্য মো. জাবেদ, কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, দক্ষিণ খুলশী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ইঞ্জি, মোহাম্মদ আলী চৌধুরী, উপদেষ্টা নুরুল মোস্তফা খোকন, সংবর্ধিত অতিথি চট্টগ্রাম ডিস্ট্রিক্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এড. এ. এস. এম ফজলুর রশিদ মিন্টু। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রইছ আহমেদ, সাধারণ সম্পাদক এস এম জাহিদ চৌধুরী অংশ নেন।