আগরতলার উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে সিলেট ও রংপুরে  বিক্ষোভ

 

ভারতের আগরতলার ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও পতাকা পোড়ানোর প্রতিবাদে সিলেট ও রংপুরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ছাত্র-জনতা।

সোমবার (০২ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে রংপুর প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার রাত ৮টার দিকে মহানগরের চৌহাট্টা এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুর ও জাতীয় পতাকা ছিঁড়ে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।