চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় মশালমিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মধ্যে হাটহাজারী থানা পুলিশের অভিযানে চার জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উদালিয়া এলাকার জিয়াউদ্দিন জাহেদ (৩০), পশ্চিম ধলই ২ নম্বর ওয়ার্ডের আকতার হোসেন (২৩), ফতেপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মো. শাহাদাত হোসেন (৪৪) ও ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলীর নন্দীরহাট এলাকার মো. হাবিবুল আলম (২৫)।
ফটিকছড়ি থানা পুলিশের অভিযানে মো. এরশাদ ও হৃদয়কে গ্রেফতার করা হয়। সোমবার (১ ডিসেম্বর) ভোরের দিকে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী বলে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে চিকনদন্ডী ইউনিয়ন যুবলীগের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১২ থেকে ১৫ জন নেতাকর্মী মশালমিছিল বের করেন। মিছিল শেষ করেই তারা দ্রুত সটকে পড়েন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে চার জনকে গ্রেফতার করে পুলিশ।
অপরদিকে, ফটিকছড়িতে রবিবার গভীর রাতে মশালমিছিল করেছেন ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী। উপজেলার নানুপুর এলাকায় এ মিছিল হয়। মিছিলের পর বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মিছিলের কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ২০-২৫ জন মশালমিছিল করছেন। তাদের কয়েকজন হেলমেট পরিহিত আর কয়েকজন কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছেন। পরে রাতেই অভিযান চালিয়ে এরশাদ ও হৃদয় নামের দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ‘ফেসবুকে মিছিলের ভিডিও ফুটেজ দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ইতিমধ্যে ছাত্রলীগ কর্মী মো. এরশাদ ও হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’