শহীদ জিয়াউর রহামান একটি দলকে বেসরকারি খাতের উন্নয়নের প্রচারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন অর্জনের উপায় এবং উপায় পরিকল্পনা করতে নিযুক্ত করেন এবং কৃষকদের ভর্তুকিকু ও কৃষি বিপণনের মাধ্যমে কৃষি উন্নয়নের সূচনা করেন।
সোমবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সিটি কর্পোরেশনের এবাদত খানায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মাবার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন একথা বলেন।
তিনি আরো বলেন, জিয়াউর রহমানের কর্মপরিকল্পনায় একটি ১৯ দফা কর্মসূচী অন্তর্ভুক্ত ছিল যা দেশে দ্রুত আর্থ-সামাজিক পরিবর্তনের উপর জোর দেয়। উন্নয়ন প্রচেষ্টায় জনগণের অংশগ্রহণের মাধ্যমে আর্থ-সামাজিক রূপান্তর এবং স্বনির্ভরতা ও গ্রামীণ উন্নয়ন সাধনই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। তাঁর প্রাথমিক উদ্দেশ্য ছিল কৃষি প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং বেসরকারি খাতে বৃহত্তর প্রণোদনা। এটি জনগণের মৌলিক চাহিদা এবং নারী, যুবক এবং শ্রমিকদের বিশেষ চাহিদা মেটাতেও পরিকল্পনা করেন। তাঁর লক্ষ্য ছিল সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আশু, মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক মাহাবুবুর রহমান, শুলকবহর ওয়ার্ড বিএনপি নেতা হাসান ওসমান, ছাত্রদল নেতা মোস্তাকিম মাহমুদ, আরিফ উদ্দিন রুবেল, চকবাজার থানা ছাত্রদলের যুগ্নআহবায়ক আবদুল কাদের, চসিক জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মো.আবু তৈয়ব, সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুর খান, সাবেক সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম, নাজিম উদ্দিন চৌধুরী, আবদুর রহিম, জাফর আহমদ, শহিদুল ইসলাম চৌধুরী, সেলিম উদ্দিন ভূঁইয়া, জামাল উদ্দিন, জয়নাল আবেদীন জুনু, মীর হারুন, মনসুর শরিফ, হেদায়েত উল্লাহ, মো. বসির, মো. মফজল, মো. শাহ আলম, মো. সেলিম।
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহামন বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা; মেয়র শাহাদাত
প্রকাশ : ২০ জানুয়ারি, ২০২৫ ২:৩৩ : অপরাহ্ণ |
বিভাগ : চট্টগ্রাম মহানগর
4 বার