‘প্রবীণ বান্ধব নগর চাই’

“দেশে প্রবীণ নাগরিকের জীবন আনন্দময় ও অর্থপূর্ণ করার ক্ষেত্রে সরকার, সমাজ ও প্রশাসনের উদ্যোগ যথাযথ নয়। প্রবীণ নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসা, বিনোদন, চলাচল সুবিধা ও নাগরিক নানা সেবা সুনিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর সহ নগরীর সেবা সংস্থা সমূহকে সমন্বিত কার্যক্রম গ্রহণ করা আজ জরুরী। প্রবীণদের চিকিৎসা সুবিধা, ভ্রমণ ও অন্যান্য সেবা পাওয়ার ক্ষেত্রে প্রিভিলেজ কার্ড প্রবর্তন। সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে, পার্ক তথা উন্মুক্ত জায়গা রাখা, ওয়ার্ড কার্যালয়ে কমিউনিটি হল ও লাইব্রেরি স্থাপন, নগরীর রাস্তায় প্রবীণদের নিরাপদ চলাচলে ফুটপাতগুলো দখলমুক্ত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচিত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা”।
গত ১৮ জানুয়ারি প্রেস ক্লাবের সুলতান আহমদ হলে সিনিয়র সিটিজেন ফোরাম চট্টগ্রাম আয়োজিত ‘প্রবীণদের অধিকার সুরক্ষায় সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রবীণ পেশাজীবী ব্যক্তিত্বগণ উপরোক্ত আহ্বান জানান। প্রকৌশলী এনামুল বাকীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রফেসর ড. আদনান মান্নান, প্রফেসর আবদুল আলিম, চা গবেষক ও লেখক আমিনুর রশীদ কাদেরী, শিল্পী ইকবাল হায়দার, সমাজকর্মী নাসরীন সুলতানা খানম, শিক্ষাবিদ শ্রীমতি অরুন্ধতী গুহ, সাংবাদিক সুভাষ দে, সত্যজিত মজুমদার তপন, মোঃ জুলকার নাইন, গোলাম নেওয়াজ বাবুল, মোঃ সাঈদুর রহমান প্রমুখ। সভা সঞ্চালনা করেন প্রকৃতিবিদ মুশফিক হোসাইন।
বক্তারা প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যসূচিতে প্রবীণদের সামাজিক মর্যাদা, সহমর্মিতা প্রদর্শনে ও তাদের প্রতি পালনে কিশোর তরুণদের দায়িত্ব সম্পর্কিত নিবন্ধ সংযোজনের দাবি জানান। পরিবার ও সমাজে প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সরকারি-বেসরকারি প্রচার মাধ্যমে কর্মসূচি গ্রহণ করা গুরুত্বপূর্ণ বলেও তাঁরা উল্লেখ করেন। এ লক্ষ্যে সিনিয়র সিটিজেন ফোরাম নগরীতে মানববন্ধনের আয়োজন করবে বলে জানানো হয়।