জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ও সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সামাজিক কাজ ইবাদত ও দাওয়াতী কাজ। সমাজের দুঃস্থ ও অসহায় গরীব মানুষের পাশে দাঁড়ানো ঈমানের দাবি। নেতৃবৃন্দ সরকার ও সমাজের বিত্তশালীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
ফিরিঙ্গীবাজার ওয়ার্ড জামায়াতের শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থ জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফিরিঙ্গীবাজার ওয়ার্ড আমীর মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার। ফিরিঙ্গীবাজার ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ হানিফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, কোতোয়ালী থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি আ.ন.ম জোবায়ের ও বিশিষ্ট সমাজসেবক ওয়াসি উদ্দিন আনসারী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড শূরা ও কর্মপরিষদ সদস্য কাজী মাহবুবুর রহমান, মঈনউদ্দীন খন্দকার, কাজী শাহেদ আলী, শফিক আহমদ, মাওলানা আরিফুল ইসলাম আমজাদ প্রমুখ।
পাঁচলাইশ বহদ্দারহাট ওয়ার্ড
পাঁচলাইশ থানা জামায়াতের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের বহদ্দারহাট সাংগঠনিক ওয়ার্ড’র উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানার আমীর ইঞ্জি: মাহবুবুল হাসান রুমি, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের আমীর তাওহীদ আজাদ, সেক্রেটারি শহিদুল্লাহ তালুকদার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহদ্দারহাট সাংগঠনিক ওয়ার্ড’র সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামাতায় নেতা খালেদ বিন কবির ভূঁইয়া, অধ্যক্ষ মুহাম্মদ নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, নিজাম উদ্দিন চৌধুরী, মোসলেহ উদ্দিন, আকাশ চৌধুরী, রাজু, মঈন উদ্দিন।
বায়েজিদ থানা জামায়াতের দাওয়াতী সভা
জামায়াতে ইসলামী বায়েজিদ থানার ২ নম্বর জালালাবাদ প্রশাসনিক ওয়ার্ডের কলা বাগান সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে এক দাওয়াতী সভা স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়। জামায়াত নেতা নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দাওয়াতী সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলার কর্মপরিষদ সদস্য ও পৌরসভা আমীর মোহাম্মদ নজরুল ইসলাম ও ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা হাফেজ মুনিরুল ইসলাম, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আলমগীর, জামায়াত নেতা মোহাম্মদ জয়নাল আবেদিন, আব্দুল আজিজ মামুন প্রমুখ।
পাঁচলাইশ জামায়াতের রুকন সমাবেশ
জামায়াতে ইসলামী পাঁচলাইশ থানার ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড শাখার এক রুকন সমাবেশ ওয়ার্ড আমীর তাওহীদ আজাদের সভাপতিত্বে স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত রুকন সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত নেতা ইঞ্জি: আবুল কালাম, শহিদুল্লাহ তালুকদার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ওয়ার্ড সভাপতি গিয়াস উদ্দীন তালুকদার, খালেদ বিন কবির ভূঁইয়া, অধ্যক্ষ মুহাম্মদ নুরুল ইসলাম, মাওলানা শামসুল ইসলাম হাকিমী, জাহাঙ্গীর আলম, নিজাম উদ্দিন চৌধুরী, মোসলেহ উদ্দিন প্রমুখ।
খুলশী জামায়াতের প্রাক্তন ছাত্র নেতৃবৃন্দের সমাবেশ
জামায়াতে ইসলামী খুলশী থানার উদ্যোগে প্রাক্তন ছাত্রনেতৃবৃন্দের এক সমাবেশ থানা জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ আলমগীর ভূঁইয়ার সভাপতিত্বে স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত ছাত্র নেতৃবৃন্দের সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খুলশী থানা জামায়াতের নায়েবে আমীর আয়ুব আলী হায়দার, দেলোয়ার হোসেন, ওমর ফারুক, নান্নু মিয়া, মাস্টার জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা আব্দুল মতিন ও রুহুল আমীন খান প্রমুখ।
সমাজের বিত্তশালীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান
প্রকাশ : ২৯ ডিসেম্বর, ২০২৪ ৩:১৫ : অপরাহ্ণ |
বিভাগ : চট্টগ্রাম মহানগর
7 বার