বিসনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন চট্টগ্রামের ব্যবসায়ী ও তরুণ উদ্দোক্তা আক্কাস উদ্দিন

বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে অনন্য অবদান এবং হসপিটালিটি সেক্টরে সাফল্য অর্জন করায় সফল ব্যবসায়ী ক্যাটাগরিতে বাংলাদেশ বিসনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড, ২০২৪ অর্জন করেছেন চট্টগ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা, আশরিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্কাস উদ্দিন। আজ সোমবার (১৮ই নভেম্বর) ঢাকার হোটেল দি ওয়েস্টিন এর ব্যাংকুইট হলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মো. আক্কাস উদ্দিনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক অর্গানাইজেসন ‘বাংলাদেশ চাইনা ক্লাব লি:’ এই এওয়ার্ড প্রদান করে।

জমকালো এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বতীকালীন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ ইসলাম মহোদয় এবং সেই সাথে চায়না, ব্রুনাই, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং দেশের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ মানুষ এবং অনেক মিডিয়া জগতের ক্ষ্যাতিনামা তারাকারা।

মঞ্চে অতিথিরা আনুষ্ঠানিকভাবে মো. আক্কাস উদ্দিনের হাতে এওয়ার্ড ও সম্মাননা তুলে দেন। এওয়ার্ড গ্রহন করে আক্কাস উদ্দিন বলেন, এই অর্জন আমার জন্য গৌরবের একই সাথে আমার বাংলাদেশের জন্যও সম্মানের। আক্কাস উদ্দিন বলেন ‘ আমি দীর্ঘ প্রায় ২২ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এই কাজের ধারাবাহিকতায় দেশের পর্যটন শিল্প বিকাশে আমার ভূমিকার জন্য আজকের এই অর্জন। বিশেষ এই এওয়ার্ড প্রদান করায় আয়োজিত ২২ তম বাংলাদেশ বিসনেস এক্সিলেন্স এওয়ার্ড কতৃপক্ষকে ধন্যবাদ জানান আক্কাস উদ্দিন।