চট্টগ্রাম নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে আপত্তিকর সংবাদ প্রচারের বিষয়ে প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বরিশাল পুলিশ লাইনসে আইনশৃঙ্খলা–সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সরকারের পক্ষ থেকে বাংলাদেশ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ অবশ্যই জানানো হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে যদি কোনো ভুল বা দুর্নীতি দেখেন তাহলে সেটি আপনারা (দেশের সাংবাদিকরা) বলেন, আমার কোনো দ্বিধা নেই উত্তর দিতে। কিন্তু কোনো মিথ্যা প্রতিবেদন প্রচার করবেন না। মিথ্যা সংবাদ প্রচার করলে বিষয়টি ভিন্নখাতে চলে যায়।
তিনি বলেন, ভারতীয় অনেক সাংবাদিক যে মিথ্যা সংবাদ প্রচার করে এটা সবাই জানে। যে কারণে ভারত যদি একটি সত্যি সংবাদ প্রচার করে, তারপরেও সবাই ধারণা করেন যে সেটিও মিথ্যা। ভারতের কিছু কিছু সাংবাদিকের কাজই মিথ্যা প্রতিবেদন করা। এর সবচেয়ে বড় প্রতিবাদ আপনারা (বাংলাদেশের সাংবাদিকরা) করতে পারেন। আপনারা আমাদের চেয়েও বড় শক্তি