বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী আমীর, সংসদীয় দলের সাবেক হুইপ ও সাবেক এমপি জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায় থেকে দূর্নীতি দূর করে সৎ-যোগ্য লোক তৈরির একমাত্র রোল মডেল হলেন রাসূল (সা.)।
চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
মাওলানা মুহাম্মদ আবু রাশেদের সভাপতিত্বে মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক ড. মাওলানা বি এম মফিজুর রহমান আল আযহারী ও বিশেষ ওয়ায়েজ ছিলেন মাওলানা মামুনুর রশীদ নূরী।
মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, খুলশী থানা জামায়াতের আমীর অধ্যাপক আলমঙ্গীর ভ‚ঞা ও সেক্রেটারি আইউব আলী হায়দার। এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সেক্রেটারি ইব্রাহীম হোসেন (রনি), মাওলানা আমান উল্লাহ আমান, বিশিষ্ট সমাজসেবক কামরুল হুদাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন রাজনীতি করে না যে রাজনীতি করলে দেশ থেকে পালিয়ে যেতে হবে। আমরা আল্লাহ রাসুলের (সা.) জীবনের অনুসারে এই দেশের সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই। জামায়াতে ইসলামের এ ধরনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। এ প্রচেষ্টায় কেউ বাধা হয়ে দাঁড়ালে এবং কোনো অপশক্তি বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার পাঁয়তারা করলে এ দেশের ছাত্র-জনতা কোনোভাবে তা হতে দেবে না।
প্রধান ওয়ায়েজ অধ্যাপক বি এম মফিজুর রহমান আযহারী বলেন, রাসূলকে (সা.) আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীতে পাঠিয়েছিলেন সমগ্র বিশ্বের মানুষের জন্য শিক্ষক হিসেবে। আজকে রাসূলের (সা.) শিক্ষা আমাদের থেকে সম্পূর্ণ বিলীন করে দেওয়ার জন্য গত ১৮ বছর এমন কোন পদক্ষেপ ছিল না যা একটি গোষ্ঠী করে নাই। সকলকে সঠিক ভাবে কোরআনুল কারিম ও রাসূলের (সা.) হাদিস মোতাবেক জীবন গঠনের মাধ্যমে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির আহ্বান জানিয়ে দোয়ার মাধ্যমে মাহফিল সমাপ্তি ঘোষণা করেন।