সরাসরি সামরিক সংঘাতের প্রান্তসীমায় দাঁড়িয়ে আছে রাশিয়া-আমেরিকা: ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সতর্ক করে দিয়ে বলেছেন, তার দেশ ও আমেরিকা ‘সরাসরি সামরিক সংঘাতে’ জড়িয়ে পড়ার খুব কাছাকাছি চলে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি সপ্তাহের প্রেসিডেন্ট নির্বাচনের আগ মুহূর্তে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

তুর্কি পত্রিকা হুররিয়াতকে দেয়া এক সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার শাসনামলে মার্কিন যুক্তরাষ্ট্রে রাশিয়া-বিদ্বেষের নিম্নগামী সূচককে তার যৌক্তিক উপসংহারে নিয়ে গেছেন। কাজেই এখন আমাদের দু’দেশ সরাসরি সামরিক সংঘাতের প্রান্তসীমায় দাঁড়িয়ে আছে।”

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে ল্যাভরভ বলেন, “এ নির্বাচনের ফলাফল যাই হোক না কেন তাতে মস্কোর ব্যাপারে ওয়াশিংটনের নীতিতে তেমন কোনো পরিবর্তন আসবে না।” মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই নির্বাচনের ব্যাপারে আমাদের কোনো পছন্দের প্রার্থী নেই। ট্রাম্পের শাসনামলে তার যেকোনো পূর্বসূরির তুলনায় রাশিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ সংখ্যক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচয়ে যে-ই জয়লাভ করুক না কেন তাতে আমেরিকার রাশিয়া-বিদ্বেষী নীতিতে কোনো পরিবর্তন আসবে না।

মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। গণমাধ্যমে এই জল্পনা ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যে, ডোনাল্ড ট্রাম্প এ নির্বাচনে জয়লাভ করলে রাশিয়ার প্রতি ওয়াশিংটনের সুর নরম হবে এবং ইউক্রন যুদ্ধের অবসান ঘটবে। তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরকম কোনো সম্ভাবনা নাকচ করে দিলেন।