বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্পের নিন্দা

বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বর্বর সহিংসতার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে এটা কখনও ঘটত না। স্থানীয় সময় বৃহস্পতিবার মাইক্রোব্লগিং সাইট এক্স-এ পোস্ট করে ট্রাম্প এসব কথা বলেন।

পোস্টে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আমি বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘বর্বর সহিংসতার’ তীব্র নিন্দা জানাচ্ছি, যারা উচ্ছৃঙ্খল জনতা দ্বারা আক্রমণ ও লুটপাটের শিকার হয়েছেন। বাংলাদেশ এখন পুরোপুরি বিশৃঙ্খল।”

ট্রাম্প বলেন, ‘আমার চোখের সামনে কখনই এমন ঘটত না। সারা বিশ্বে ও আমেরিকায় হিন্দুদের অবহেলা করেছেন কমলা ও জো বাইডেন। ইসরায়েল থেকে শুরু করে ইউক্রেন থেকে আমাদের দক্ষিণ সীমান্ত পর্যন্ত ঘটনা একটি বিপর্যয়। কিন্তু আমরা আমেরিকাকে আবার শক্তিশালী করব এবং শক্তিমত্তা দিয়ে শান্তি ফিরিয়ে আনব!’

হিন্দু আমেরিকানদের ‘কট্টর বামপন্থি’ ও ধর্মবিরোধী এজেন্ডা থেকে রক্ষা করার কথাও বলেন তিনি। বলেন, ‘আপনাদের স্বাধীনতার জন্য লড়াই করব। আমার প্রশাসনের অধীনে আমরা ভারত এবং আমার ঘনিষ্ঠ বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমাদের বৃহৎ অংশীদারত্বকে আরও শক্তিশালী করব।’

আরও নিয়মনীতি এবং অধিক কর দিয়ে কমলা হ্যারিস ছোট ব্যবসাগুলোকে ধ্বংস করে দেবেন বলেও সতর্ক করেন ট্রাম্প। বলেন, ‘এর বিপরীতে আমি কর কমিয়েছিলাম, নিয়মনীতি সহজ করেছিলাম এবং ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্থনীতি গড়ে তুলেছিলাম। আমরা এটি আবার করব, আগের যে কোনো সময়ের চেয়ে আরও বৃহৎ এবং ভালো; এবং আমরা আমেরিকাকে আবারও মহান করব।’