ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান সেগা বুধবার জানিয়েছে, ইউনিভার্সাল পিকচার্সের সাথে যৌথভাবে তারা তাদের সবচেয়ে জনপ্রিয় ভিডিও গেমগুলোর অন্যতম ‘শিনোবি’র চলচ্চিত্রায়ন করতে যাচ্ছে। ইতোপূর্বে চলচ্চিত্রায়িত ভিডিও গেম ‘সুপার মারিও ব্রোস’ এর সাফল্যে অনুপ্রাণিত হয়ে তারা এই প্রকল্প শুরু করতে যাচ্ছে বলে টোকিও থেকে এএফপি জানিয়েছে।
‘শিনোবি’ মূলত ১৯৮৭ সালে জাপানি আর্কেডের জন্য তৈরি করা হয়েছিল এবং এতে একটি নিনজা চরিত্র রয়েছে যে একটি অপরাধী সংগঠনকে থামাতে লড়াই করে। যে সংগঠনটি শিশু নিনজাদের অপহরণ করে।
গত মাসে, ইলেক্ট্রনিক আর্টস নিশ্চিত করেছে যে এদের লাইফ-সিমুলেশন গেমিং সিরিজ ‘দ্য সিমস’ এর উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র আমাজন এমজিএম স্টুডিও’র মাধ্যমে তৈরি করা হবে।
সেগা জানায়, কোম্পানিগুলো আশা করছে ‘শিনোবি’ মুভিটি ‘সুপার মারিও ব্রোস’এর মতো বক্স অফিসে সাফল্য পাবে।
সেগার জনপ্রিয় নিনজা ভিডিও গেম ‘শিনোবি’র চলচ্চিত্রায়ন হচ্ছে
প্রকাশ : ৯ অক্টোবর, ২০২৪ ২:৩১ : অপরাহ্ণ |
বিভাগ : বিনোদন
74 বার