শনিবার, ২২ নভেম্বর ২০২৫

সেবাগ্রহীতাদের প্রতি উত্তম আচরণ নিশ্চিত করুন : চট্টগ্রাম জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৮:২৯

‘সেবাগ্রহীতাদের সাথে উত্তম আচরণ করতে হবে’— এমন নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রমের অর্ধ-বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের সহায়তায় বাস্তবায়নাধীন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প এবং জেলা প্রশাসন চট্টগ্রামের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপপরিচালক, স্থানীয় সরকার চট্টগ্রাম মো. শরীফ উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য ইউনিয়ন পরিষদে আগত সেবাপ্রত্যাশীরা যেন ভালো আচরণ ও প্রয়োজনীয় সেবা পান তা নিশ্চিত করতে হবে। কর্মকর্তাদের আরও মনোযোগী, মানবিক ও সেবামুখী হওয়ার তাগিদ দেন তিনি। তিনি বলেন, ছোট ছোট বিরোধ স্থানীয় পর্যায়ে নিষ্পত্তি না হলে জনগণকে বারবার বিভিন্ন অফিস-আদালতে ঘুরতে হয়, যা তাদের জন্য কষ্টদায়ক। এই ভোগান্তি কমাতে স্থানীয় পর্যায়ে বিচারিক সেবা যথাযথভাবে কার্যকর করার নির্দেশনা দেন তিনি। সেবা প্রদানের ক্ষেত্রে আন্তরিকতা, নৈতিকতা, মানবিকতা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখার আহ্বান জানান জেলা প্রশাসক।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ইপসা’র সহকারী পরিচালক ফারহানা ইদ্রিস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম ফরিদুল আলম। সভাপতির বক্তব্যে মোঃ শরীফ উদ্দীন বলেন, ইউনিয়ন পরিষদ মাঠ পর্যায়ে সরকারের নীতিমালা বাস্তবায়নের প্রধান প্রতিষ্ঠান। জনগণ যাতে পরিষদের মাধ্যমে সরকারি সেবা সহজে পায়, সে জন্য সেবা প্রদানের পরিবেশ আরও উন্নত করা প্রয়োজন। ছোটখাটো অপরাধ ও বিরোধ নিষ্পত্তিতে চেয়ারম্যানদের প্রদত্ত আইনগত ক্ষমতার যথাযথ প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

জানুয়ারি থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত চট্টগ্রাম জেলার ১৯১টি ইউনিয়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন জেলা প্রকল্প ব্যবস্থাপক সাজেদুল আনোয়ার ভূঁঞা। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, ছদাহা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নুরুল আবছার এবং লেলাং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খায়রুল আসলাম।

সভায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, ১৯১টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও প্রকল্পের উপজেলা সমন্বয়কারীগণ উপস্থিত ছিলেন।

ভিডিও