‘সহকারী জজ’ ও ‘সিনিয়র সহকারী জজ’ পদবির পরিবর্তন করে নতুন নাম দিয়েছে আইন মন্ত্রণালয়। পদ দুটির নতুন নাম ‘সিভিল জজ’ ও ‘সিনিয়র সিভিল জজ’। রবিবার (২ নভেম্বর) মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ জানায়, এখন থেকে ‘সহকারী জজ’ ও ‘সিনিয়র সহকারী জজ’ নামে কোনো পদ থাকবে না। তাদের পদের নতুন নাম হবে যথাক্রমে ‘সিভিল জজ’ ও ‘সিনিয়র সিভিল জজ’। ‘সিভিল কোর্টস (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫’ জারি করে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সিভিল কোর্টস আইনের বিভিন্ন ধারা সংশোধন করে ‘অ্যাসিসটেন্ট (Assistant) শব্দটি বাদ দিয়ে তার স্থলে ‘সিভিল’ (Civil) শব্দটি প্রতিস্থাপন করা হয়েছে। সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাদেশটি জারি করেছেন, যা অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত জানুয়ারিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আইন মন্ত্রণালয়ের কাছে এ পরিবর্তনের অনুরোধ জানায়। তারা বলেন, ‘সহকারী জজ’ ও ‘সিনিয়র সহকারী জজ’ পদবি বিচারকদের মর্যাদা যথাযথভাবে প্রতিফলিত করে না; বরং এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষমতা ও এখতিয়ার নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।
১৯৮৭ সালে ‘মুনসেফ’ পদবি পরিবর্তন করে ‘সহকারী জজ’ নাম চালু করা হয়। তবে বিচার বিভাগ পৃথক হওয়ার পর এই পদবি বিচার বিভাগের স্বাধীন মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক বলে দীর্ঘদিন ধরে সমালোচিত হয়ে আসছিল। নতুন অধ্যাদেশ জারির মাধ্যমে অবশেষে সেই পদবি পরিবর্তন করা হলো।