শনিবার, ২২ নভেম্বর ২০২৫

কক্সবাজারে পর্যটকের রহস্যজনক মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৮:৫৩

কক্সবাজার শহরের কলাতলী এলাকার আবাসিক হোটেল থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা এক পর্যটককে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়েছে। তার নাম মোহাম্মদ রুবেল (৪২)। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীসহ চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) সকালে ওই পর্যটককে গুরুতর অসুস্থ অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পর্যটক মোহাম্মদ বেলাল নওগাঁ জেলার মহাদেবপুর এলাকার আব্দুস লতিফের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল হোটেলটি পরিদর্শন করে।

পরে হাসপাতাল থেকে পুলিশ পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে। এ সময় ওই পর্যটককে নিয়ে আসা দুই নারী এবং তার দুই বন্ধুকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

পর্যটকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া না গেলেও পুলিশ প্রাথমিকভাবে অতিরিক্ত মদ্যপানে মৃত্যু হয়েছে বলে ধারণা করছে বলে জানান ওসি।

এ ঘটনায় পুলিশ হেফাজতে নেওয়া ৪ জন হলেন— মৃত মোহাম্মদ রুবেলের বন্ধু মো. মামুন (৪৮) ও মো. মোতালেব (৩৬) এবং কক্সবাজার জেলার স্থানীয় বাসিন্দা মর্জিনা আক্তার (১৮) ও সাবিনা আক্তার (১৭)।

সাগর পারের হোটেল হাইপেরিয়ান প্যালেস হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৫ অক্টোবর নওগাঁ থেকে মোহাম্মদ রুবেল প্রাইভেট কার করে চালকসহ কক্সবাজার ঘুরতে আসেন। ওইদিন তারা কলাতলী হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল হাইপেরিয়ান হোয়াইট প্যালেসে উঠেন।

পরে চালক ফিরে গেলেও রুবেল কক্সবাজার অবস্থান করছিলেন। এরই মধ্যে গত ২০ অক্টোবর নওগাঁ থেকে তার ৪ বন্ধু কক্সবাজার এসে ওই হোটেলটিতে উঠেন। মঙ্গলবার রাতে হাইপেরিয়ান হোয়াইট প্যালেস হোটেলের ৪০৭ নম্বর কক্ষে মোহাম্মদ রুবেল বন্ধুদের নিয়ে অবস্থান করছিলেন। ভোররাতের দিকে তিনি অসুস্থতা বোধ করছিলেন।

পরে ওই কক্ষে অবস্থানকারী নারীসহ অন্য বন্ধুরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।

এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ রুবেলকে মৃত ঘোষণা করেন। নিহত ওই পর্যটকের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ভিডিও