বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী বলেছেন, আদর্শিক ও ত্যাগী নেতৃত্ব ছাড়া ইসলামী আন্দোলনের কাঙ্ক্ষিত সফলতা সম্ভব নয়। নেতৃত্ব মানে শুধু দায়িত্ব গ্রহণ নয়, এটি একটি মহান আমানত, যার সঠিক ব্যবহার ও জবাবদিহিতা রয়েছে আল্লাহর দরবারে।
তিনি বলেন, ‘ইউনিট পর্যায়ে যারা নেতৃত্বে রয়েছেন, তাদেরকে দ্বীন, সুন্দর চরিত্র, আত্মনিয়ন্ত্রণ ও সংগঠনের প্রতি পূর্ণ দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে। একটি সংগঠনের মূল শক্তি গড়ে উঠে ইউনিট থেকে। যদি ইউনিট নেতৃত্ব সচল, সচেতন ও সুশৃঙ্খল হয়, তাহলে সংগঠনের সামগ্রিক গতিও হবে দৃঢ় ও কার্যকর।’
শুক্রবার (১৭ অক্টোবর) বায়েজিদ থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত ইউনিট দায়িত্বশীলদের শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈঠকে সভাপতিত্ব করেন বায়েজিদ থানা আমীর মাওলানা জাকির হোসাইন এবং পরিচালনা করেন থানা সেক্রেটারি ইসমাইল হোসেন সিরাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর অফিস সেক্রেটারি হামেদ হাসান ইলাহী।
এ সময় আরও উপস্থিত ছিলেন থানা নায়েব আমীর মাওলানা ফজলুল কাদের, সহকারী সেক্রেটারি হাফেজ আবুল মানসুর, অফিস সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুর রহমান, বায়তুল মাল সেক্রেটারি আবুল হাসেম, থানা কর্মপরিষদ সদস্য ও ২নং ওয়ার্ড আমীর হাফেজ মনিরুল ইসলাম, আবু হানিফ দুলাল, আবু সাইদ এবং সাবেক ছাত্রনেতা ও ওয়ার্ড সভাপতি মোস্তফা রেজা প্রমুখ।