দেশের শান্তিপ্রিয় জনতা অরাজকতা না করে সকল ষড়যন্ত্র মোকাবিলা করবে – শাহজাহান চৌধুরী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির ও সাবেক এমপি আলহাজ্ব শাহাজাহান চৌধুরী বলেছেন, চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছিলেন। ভারতে বাংলাদেশ দূতাবাসে আগুন দিয়েছেন। মনে করছেন বাংলার তৌহিদী জনতা এদেশের হিন্দুদের মন্দির জ্বালিয়ে দেবে। এ দেশের শান্তিপ্রিয় নাগরিক অরাজকতা করবে না। সকল ষড়যন্ত্র মোকাবিলা করবে।

সোমবার ফটিকছড়ির নাজিরহাট ঝংকার মোড়স্থ জারিয়া চত্ত্বরে নাজিরহাট পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা:) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাজিরহাট পৌরসভা জামায়াতের সভাপতি বায়েজিদ হাসান মুরাদের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, উত্তর জেলা জামায়াতের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, প্রধান ওয়ায়েজ ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা বি এম মফিজুর রহমান আযহারী, বিশেষ ওয়ায়েজ ছিলেন মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব ও স্টেশন রোড় জামে মসজিদের খতিব মাওলানা মামুনুর রশিদ নূরী।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, নবী মুহাম্মদ (সা:) যেমন মসজিদের ইমাম যুদ্ধের ময়দানেও সেরকম সেনাপতি। রাসূলুল্লাহ (স.) বদর ও ওহুদের যুদ্ধে সিপাহসালার ছিলেন। আজকে নবীকে (সা:) দু’ভাগে ভাগ করে ফেলেছি। তাঁর যুদ্ধনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি মানতে অনিহা। দুর্ভাগ্য বাংলাদেশে তৌহিদী জনতা নবীর জীবন আদর্শ থেকে দূরে সরে গেছে। বাংলাদেশে এমন লোকও আছে নবী (সা:) নামাজ পড়েছে তাই নামাজ পড়ি, রোজা রেখেছে তাই রোজা রাখি কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলামকে অস্বীকার করি। অনেকে বলে নামাজ পড়লে হয়েছে তো, সমাজের মধ্যে ইসলাম টানেন কেনো? রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতির মধ্যে ইসলাম টানেন কেনো।

তিনি আরও বলেন, বাংলাদেশকে গত সাড়ে ১৫ বছরে জাহান্নামে পরিণত করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। জামায়াতে ইসলামীর উপর হাজারো নির্যাতন করলেও আমাদের নেতারা দেশ ছেড়ে পালিয়ে যায়নি। শেখের বেটি দাম্ভিকতার সাথেই বলেছিল আমি শেখের বেটি পালিয়ে যায় না। অথচ জামায়াতকে নিষিদ্ধ করে এই দেশে হাসিনা ১৮ মিনিটও দাঁড়াতে পারেনি। এটাই হলো জামায়াতে ইসলামীর কেরামতি। সুতরাং ধর্মনিরপেক্ষতাবাদী হাসিনা সরকারের কাছে মাথানত না করে জামায়াতে ইসলামীর নেতারা ফাঁসিতে ঝুলেছে। আওয়ামী লীগ ছিলো ভোট চোর, ভোট ডাকাত। ২০১৪, ২০১৮ ও ২০২৩ সালে আওয়ামী লীগ ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল।

ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশে সরকার গঠন হবে বলে জানিয়ে সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, অনেকে মনে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০ থেকে ৩৫টা আসন পাবে। যারা মনে করছেন শুনে রাখুন আগামীদিনে বাংলাদেশে প্রধানমন্ত্রী হবে ডা. শফিকুর রহমান। তাঁর নেতৃত্বে বাংলাদেশে সরকার গঠন হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আওয়ামী লীগের পাচার টাকা দেশে এনে দেশের ৯২ লাখ যুবককে বিনা সুদে ১০ লাখ টাকা ঋণ দেওয়া হবে। তিনি বলেন, হিন্দুস্তান যতই উস্কানি দেখ বাংলাদেশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবো। এদেশকে বাঁচাতে এদেশের সার্বভৌমত্বকে বাঁচাতে সকল ভেদাভেদ পরিহার করে বর্তমান সরকারকে সহযোগিতা করি। নতুন বাংলাদেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে জামায়াত কর্মীদের কাজ করে যেতে হবে। তিনি বৈষম্যহীন ন্যায়, ইনসাফ ও উন্নয়নশীল সমৃদ্ধির বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর পতাকাতলে সমবেত হওয়ার আহ্বাান জানান।

প্রধান বক্তার বক্তব্যে উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ১৮ বছর নির্যাতন করেও আওয়ামী ফ্যাসিবাদ এ দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। বরঞ্চ আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। জামায়াতে ইসলামীকে কোনো বাঁধায় থমকে দিতে পারবে না।

বিশেষ অতিথির বক্তব্যে নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবকে নস্যাৎ করার বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামী লীগের দোসররা কখনো আনসার, কখনো ব্যাটারি রিকশাচালক, কখনো ইসকন লীগ হয়ে ফিরে আসতে চায়। দেশ থেকে পালিয়ে গিয়ে শেখ হাসিনা ভারতে বসে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে বলে পাশর্^বর্তী দেশ প্রোপাগান্ডা চালাচ্ছে। এ ব্যাপারে দেশবাসীকে সচেতন হতে হবে।

ফটিকছড়ি থানা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদের সঞ্চালনায় মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাটহাজারী থানা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ফটিকছড়ি থানা জামায়াতের আমির নাজিম উদ্দিন ইমু, ভূজপুর থানা জামায়াতের আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের নায়েবে আমিন এডভোকেট ইসমাইল গনী, হাটহাজারী উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শোয়াইব চৌধুরী, এডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনুছ, সাবেক উপজেলা আমির মাস্টার নাজিম উদ্দিন সিকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নুর মোহাম্মদ আল কাদেরী প্রমূখ।
ক্যাপশন: নাজিরহাট পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা:) মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির আলহাজ¦ শাহজাহান চৌধুরী।