এখন নতুন করে দেশ গড়ার পালা: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। এখন নতুন করে দেশ গড়ার পালা। আমাদের দেশটাকে মেধাবীদের দিয়ে গড়তে হবে। এজন্য মেধাবী মানুষ তৈরি করতে হবে। প্রতিটি ক্ষেত্রে ভালো এবং দক্ষ করে তুলতে হবে আগামী প্রজন্মকে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বাংলাদেশে বহু মেধাবী ডাক্তার, ইঞ্জিনিয়ার আছেন। আমি এ দেশের সন্তান হিসেবে বলতে পারি মেধাবী ডাক্তার আর ইঞ্জিনিয়ার গড়ে তুললেই হবে না। মেধা দিয়ে আমাদের দক্ষ ও পেশাদার খেলোয়াড় এবং সংস্কৃতিকর্মীও গড়ে তুলতে হবে। আমাদের ভবিষ্যত প্রজন্মকে এভাবেই সমাজে গড়ে তুলতে হবে। খেলাপড়া করে শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার হতে হবে সেটা কোনও কথা নয়। মূলত যার যে বিষয়ে মেধা ভালো তাকে সে বিষয়েই দক্ষ করে জাতীয় তথা আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে হবে।

তারেক রহমান আরও বলেন, শহীদ জিয়ার ক্ষমতায় নতুন কুড়ি নামে একটি অনুষ্ঠান চালু ছিল। যার লক্ষ্য ছিল, বিভিন্ন বিষয়ে প্রতিভাবানদের খুঁজে বের করা। আগামীতে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে, এমন প্রতিভাবানদের বের করে প্রশিক্ষনের মাধ্যমে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে। খেলার ক্ষেত্রে আমরা দেশের ভালোমানের ১০টি খেলা বাছাই করে সেসব খেলার জন্য দক্ষ খেলোয়ার গড়ে তোলা হবে। প্রয়োজনে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

জাতীয় নির্বাহী কমিটি-(বিএনপির) রংপুর বিভাগ সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে সমাপনী খেলায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।