চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেছেন, ‘৫৪ বছরের ইতিহাসে সাংবাদিকরা কখনো রাষ্ট্রযন্ত্রের সাথে, কখনো রাজনৈতিক পেশী শক্তির সাথে লড়াই করে সামনে এগিয়েছে। আজও সেই বাস্তবতা বিদ্যমান। সাংবাদিক সমাজ এই অবস্থা থেকে উত্তরণ চায়— এটা দেশ ও সমাজের স্বার্থে।’
তিনি বলেন, ‘গণমাধ্যম ও সাংবাদিকদের ন্যায্য দাবি ও নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। সেই রাষ্ট্রের চাকুরে হিসেবে পুলিশ প্রশাসনের দায়িত্ব সবচেয়ে বেশি। এখন টিভির সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ দেখতে চাই।’
মঙ্গলবার (৭ অক্টোবর) চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজ রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। সভা পরিচালনা করেন সিইউজের সাধারণ সম্পাদক সবুর শুভ।
রিয়াজ হায়দার চৌধুরী আরও বলেন, ‘চট্টগ্রামের সাংবাদিকদের দ্বিতীয় আবাসস্থল প্রেস ক্লাব দখল করা হয়েছে, ৬৪ বছরের ঐতিহ্যবাহী সংগঠন সিইউজের অফিসে তালা ঝুলানো হয়েছে। আমাদের চট্টগ্রামের সন্তান, সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাবমূর্তির জন্য এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা সুখকর নয়।’ তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সিইউজের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, ‘আমরা জানি কারা হামলা করেছে, প্রশাসনেরও অজানা নয়। এসব সন্ত্রাসী পূর্বে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় কাজ করেছে— পাহাড় দখল, সরকারি জমি দখলসহ নানা অপরাধ করেছে। এখনো তারা রাজনৈতিক আশ্রয়ে থেকে সন্ত্রাস চালাচ্ছে। অবিলম্বে গ্রেফতার না হলে সাংবাদিকরা প্রশাসনের উঠানে দাঁড়াবে।’
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সহ সভাপতি শহীদ উল আলম বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা মানেই রাষ্ট্র ও গণতন্ত্রের ওপর হামলা। হামলাকারীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, নাজিমুদ্দিন শ্যামল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক আসিফ সিরাজ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক যীশু রায় চৌধুরী, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুনা আনসারি, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন— সিইউজের সাবেক সভাপতি তপন চক্রবর্তী, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সিইউজের সিনিয়র সহ-সভাপতি স. ম. ইব্রাহিম, ডেইলি স্টারের ব্যুরো চিফ শিমুল নজরুল, আমাদের সময়ের ব্যুরো চিফ হামিদ উল্লাহ, নাগরিক টিভির ব্যুরো প্রধান এ কে আজাদ, সিইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক সোহেল সারওয়ার, প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম, এবং প্রেস ক্লাবের নির্বাহী সদস্যরা।
উল্লেখ্য, গত রোববার (৫ অক্টোবর) চট্টগ্রাম নগরীর জঙ্গল সলিমপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের হামলার শিকার হন এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদ ও ক্যামেরা জার্নালিস্ট পারভেজ রহমান। এ সময় হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল ফোন ভাঙচুর ও আইডি কার্ড ছিনিয়ে নেয়।