রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

প্রবীণ সাংবাদিক সাবের আহমদের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৭ অক্টোবর ২০২৫, ০৭:০৪

চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সাবের আহমদ আসগারী আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর রয়েল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব। প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, সদস্য মুস্তফা নঈম ও গোলাম মাওলা মুরাদ এক যৌথ বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ভিডিও