চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক হোসাইন জিয়াদকে দেখতে গেছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।
রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় মহানগর জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের নেতৃত্বে তারা হাসপাতালে গিয়ে সাংবাদিক জিয়াদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এসময় নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, জামায়াত নেতা মুহাম্মদ হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার (৪ অক্টোবর) সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন এখন টিভির ব্যুরো প্রধান সাংবাদিক হোসাইন জিয়াদ ও ক্যামেরা পার্সন পারভেজ। তারা গুরুতর আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলাকারীরা এসময় ক্যামেরা, মোবাইলসহ তাদের ব্যবহৃত সরঞ্জাম ভাঙচুর ও লুটপাট করে।