বাংলাদেশে গণআন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এখন থেকে ১০০ দিন আগে যাত্রা শুরু করেছিল অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তী সরকার। গণঅভ্যুত্থানের ঠিক তিন দিনের মাথায় গঠিত সরকারের প্রতি তখন সাধারণ মানুষকে সমর্থন দিতে যেমন দেখা গিয়েছিল, তেমন প্রত্যাশাও ছিল বিপুল।
সরকারের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, অর্থনীতি, নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দ্রুত পরিবর্তন আনাসহ নানান প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
কিন্তু তিন মাস পর এসে সরকারের সেসব প্রতিশ্রুতির মধ্যে অনেকগুলোতেই তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা যাচ্ছে।
“বিশেষত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার কার্যকর কোনো ভূমিকাই রাখতে পারেনি। ব্যর্থ বলার জন্য এই তিন মাস পর্যাপ্ত না হলেও একেবারে কমও নয়,” বিবিসি বাংলাকে বলছিলেন রাজনৈতিক বিশ্লেষক ড. জোবাইদা নাসরীন।
যদিও উপদেষ্টারা বলছেন, একের পর এক আন্দোলন–বিক্ষোভের মধ্যেও তারা লক্ষ্য অর্জনে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যার ফল আগামী তিন মাসের মধ্যেই পুরোপুরি দৃশ্যমান হবে।
এছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীকে মাঠে রাখার চিন্তাও জানিয়েছে সরকার।
সংস্কারে অগ্রগতি কতটুকু?
দায়িত্ব গ্রহণের পর সরকারের পক্ষ থেকে যে বিষয়টির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে দেখা গেছে, সেটি হলো– রাষ্ট্র সংস্কার।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণেও প্রতিবার রাষ্ট্র সংস্কারের প্রতি বিশেষ গুরুত্ব দিতে দেখা গেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মহাম্মদ ইউনূসকে।
“জনস্বার্থের বিপরীতমুখী এক কাঠামোর ওপর দাঁড়িয়ে আমাদের দেশ পুনর্গঠনের কাজে হাত দিতে হয়েছে। আমরা এখান থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন এ দেশে জনগণই সত্যিকার অর্থে সব ক্ষমতার উৎস হয়,” গত ২৫শে অগাস্ট জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে বলেন অধ্যাপক ইউনূস।
সেদিনে ভাষণে তিনি আরও বলেন, “তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও জনতার আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে রাষ্ট্র সংস্কারের কাজে সফল আমাদের হতেই হবে। এর আর কোনও বিকল্প নেই।”
গণঅভ্যুত্থানের এক মাসের মাথায় সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও জনপ্রশাসন সংস্কারে ছয়টি আলাদা কমিশন গঠন করে সরকার।
পরবর্তীতে এই তালিকায় নতন আরও চারটি কমিশন যুক্ত করা হয়। সেগুলো হলো: স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রমিক অধিকারবিষয়ক সংস্কার কমিশন এবং নারী বিষয়ক সংস্কার কমিশন।
দশখাতের কোনটিতে কী ধরনের সংস্কার হওয়া প্রয়োজন, সে বিষয়ে ইতোমধ্যেই কাজ শুরু করেছে কমিশনগুলো। আগামী ডিসেম্বরের শেষে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সংস্কারকাজ শুরু করা হবে বলে জানিয়েছে সরকার।
তবে কতদিনের মধ্যে সংস্কারকাজ শেষ হবে, সে বিষয়ে এখনও সুস্পষ্ট কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি।
রাষ্ট্র সংষ্কারে কমিশন গঠনকে “ইতিবাচক অগ্রগতি” হিসেবে সাধুবাদ জানালেও বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে সরকারের আরও সক্রিয় ভূমিকা পালন করা উচিৎ ছিল।
রাজনৈতিক বিশ্লেষক ড. জোবাইদা নাসরীন বলেন “শেখ হাসিনার পতনের পর মানুষ দ্রুত কিছু ইতিবাচক পরিবর্তন দেখার অপেক্ষায় ছিল, কিন্তু সরকার তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি,” এদিকে, রাজনৈতিক দলগুলোর মধ্য থেকেও কেউ কেউ সংস্কার প্রক্রিয়ায় ধীরগতির অভিযোগ তুলেছে। আবার বিএনপিসহ বেশ কয়েকটি দলকে দ্রুত সংস্কার শেষ ও নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবিও তুলতে দেখা যাচ্ছে।এ অবস্থায় কতদিন ক্ষমতায় থেকে সরকার কী প্রক্রিয়ায় রাষ্ট্র সংস্কার করতে চায়, সেটি স্পষ্ট করা প্রয়োজন। এতে সরকারের সংস্কার কাজেও গতি আসবে ।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কতদূর?
ক্ষমতা গ্রহণের পর যে কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখে অর্ন্তবর্তী সরকার পড়েছে, সেগুলোর একটি হলো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ।
বিশ্লেষকরা মনে করেন যে, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না রাখতে পারায় আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের বড় ধরনের ক্ষোভ জন্মেছিল।
অগাস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর মানুষের প্রত্যাশা ছিল, বাজারে পণ্যের দাম কমবে। কিন্তু বাস্তবে তা ঘটেনি।
দ্রব্যমূল্য যে সহনীয় পর্যায়ে নেই, সেটি সরকারও স্বীকার করছে।সরকার বলছে, সাম্প্রতিক বন্যার কারণে কৃষিক্ষেত্রে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেটিও পণ্যের মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। শিগগিরই চালসহ সবকিছুর দাম কমে আসবে বলেও আশা করছেন তারা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার আগে দেশে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ৬৬ শতাংশ হয়েছিল।
নতুন সরকার ক্ষমতায় যাওয়ার পর সুদের হার বাড়ানোর পাশাপাশি নতুন করে টাকা না ছাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে সরকার।
এতে মূল্যস্ফীতি কিছুটা কমলেও বাজারে সেটার প্রভাব খুব একটা দেখা যায়নি।
এমনকি তেল, চিনিসহ আমদানি করা নিত্য প্রয়োজনীয় পণ্যের শুল্কহার কমিয়েও দাম সহনীয় পর্যায়ে রাখতে পারছে না সরকার।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব বলছে, অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। গত তিন মাসে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই সর্বোচ্চ মূল্যস্ফীতি। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতিও বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশে।
অর্থনীতির সংকট কাটছে?
বিশ্লেষকরা বলছেন যে, আওয়ামী লীগ সরকারের শেষ দিকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা রীতিমত নাজুক হয়ে পড়েছিল।
দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ১৫ বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে গিয়েছিল। গত তিন মাসে সেটি বৃদ্ধি পেয়ে এখন ২০ বিলিয়ন ডলার ছুঁয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
দেশের সার্বিক মূল্যস্ফীতিও তিন মাসে সামান্যই কমেছে। গত জুলাইয়ে যেখানে ১১ দশমিক ৬৬ শতাংশ সার্বিক মূল্যস্ফীতি ছিল, সেটি অক্টোবরে ১০ দশমিক ৮৭ শতাংশ হয়েছে।
এদিকে, ব্যাংকখাত সংস্কার ও অনিয়ম–দুর্নীতিরোধে একটি ব্যাংকিং কমিশন গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যেই বেশ কয়েকটি ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয়েছে।
সেইসঙ্গে, খেলাপি ঋণ ও বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
টাকা উত্তোলনে সীমা নির্ধারণ করাসহ নানান পদক্ষেপ নিয়েও ব্যাংকখাতের তারল্য সংকট পুরোপুরি কাটানো সম্ভব হয়নি।
এর মধ্যে বাংলাদেশ ব্যাংকও দুর্বল ব্যাংকগুলোকে অর্থ টাকা ধার দিচ্ছে না। তবে অন্য সবল বাণিজ্যিক ব্যাংকগুলোকে দুর্বল ব্যাংককে সহায়তা করতে সম্প্রতি পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
“গত ১৫ বছর ধরে দুর্বৃত্তায়নের মাধ্যমে ব্যাংকিং খাত থেকে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। তবে এখন কেনো আর্থিক প্রতিষ্ঠান যেন বন্ধ হয়ে না যায়, সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছি,” সম্প্রতি সাংবাদিকদের বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
তারপরও দেখা যাচ্ছে যে, দুর্বল ব্যাংকগুলো গ্রাহকের টাকা দিতে হিমশিম খাচ্ছে।
আইনশৃ্ঙ্খলার কী অবস্থা?
ক্ষমতা গ্রহণের পর গত ১০০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
বিশেষ করে, পাঁচই অগাস্টের পর মাঠে পুলিশের অনুপস্থিতি ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা ব্যাপকহারে বৃদ্ধি পায়।
একের পর এক ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকাসহ সারা দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়, যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।
প্রকাশ্যে গণছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, সশস্ত্র মহড়া এবং বিহারি ক্যাম্পে খুনোখুনির ঘটনাও ঘটতে দেখা গেছে।
কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সেভাবে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। আবার এটাও বাস্তবতা যে, পাঁচই অগাস্টের পর হামলার শিকার পুলিশ ফাঁড়ি ও থানাগুলোর সবক’টি এখনো পুরোপুরি গুছিয়ে ওঠা সম্ভব হয়নি।
এছাড়া ছাত্র আন্দোলন দমনে নিজেদের প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে পুলিশ বাহিনী যে ভাবমূর্তির সংকটে পড়েছিল, সেটিও কাটিয়ে ওঠা যায়নি।
এমন পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত সেপ্টেম্বরে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে মাঠে নামায় নতুন সরকার।
এতে অবস্থার কিছুটা উন্নতি হলেও জনমনে আতঙ্ক রয়েই গেছে।
নামপ্রকাশে অনিচ্ছুক বলেন, “সন্ধ্যার পরে বের হওয়াটা যেন খুব একটা সিরিয়াস ব্যাপার। মনে হয় যে তাড়াতাড়ি বাসায় ঢুইকা যাই।”
এদিকে, গত তিন মাসে গণপিটুনিতে সারা দেশে অন্তত ৬৮ জন মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র।
একই সময়ে, কমপক্ষে ৭৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলেও জানায় সংস্থাটি। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই বিভিন্ন স্থানে হামলা ও লুটপাটের শিকার হয়েছেন।
সব মিলিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা সরকারের নিয়ন্ত্রণে আছে, সেই প্রশ্ন উঠছে।
“আমিতো দেখি হোম মিনিস্টার (স্বরাষ্ট্র উপদেষ্টা) অনেক সময় শুনেও না শোনার ভান করেন, (আইনশৃঙ্খলার বিষয়ে) উত্তর দিতে চান না, এভয়েড করে যান। আইনশৃঙ্খলা পরিস্থিতি তার নিয়ন্ত্রণে নাই,” বলেন আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।
নির্বাচনের অগ্রগতি কতটুকু?
বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।
এ লক্ষ্যে গত অক্টোবরে নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিও গঠন করা হয়েছে, যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সরকার নির্বাচনমুখী যাত্রা শুরু করেছে বলে জানা যাচ্ছে।
সরকার বলছে, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে।
“এটি একটি প্রতিশ্রুতি, যা আমরা দিয়েছি। আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেবো,” বার্তা সংস্থা এএফপিকে সম্প্রতি বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।
কিন্তু সংস্কার শেষ হতে কতদিন লাগবে, সেটি এখনও স্পষ্ট নয়।
“সংস্কারের গতিই ঠিক করে দেবে, নির্বাচন কত দ্রুত হবে,” বলেন অধ্যাপক ইউনূস।
যদিও ক্ষমতা গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা আগে বলেছিলেন, “কখন নির্বাচন হবে, সেটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়।”
সরকারের পক্ষ থেকে সংস্কারের পর নির্বাচনের কথা বলা হলেও বিএনপি চাচ্ছে, দ্রুত সময়ের মধ্যে ভোট হোক।
“নির্বাচন যত দ্রুত হবে, ততই জাতির জন্য মঙ্গল হবে। সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি। সেজন্যই নির্বাচনের দরকার,” সম্প্রতি বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার।
এই ১০০ দিনে যা যা ঘটল
৮ আগস্ট
- ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু। ১৬ উপদেষ্টা নিয়োগ। উপদেষ্টা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক।
- নিয়োগ পাওয়া উপদেষ্টারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, মানবাধিকার সংস্থা অধিকারের নির্বাহী পরিচালক আদিলুর রহমান খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্রসচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, নারী অধিকারকর্মী ফরিদা আখতার, ইসলামি চিন্তাবিদ আ ফ ম খালিদ হাসান, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম, নির্বাচনব্যবস্থা বিষয়ে বিশেষজ্ঞ শারমিন মুরশিদ, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, চিকিৎসক বিধান রঞ্জন রায়, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফারুক-ই-আজম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
- নতুন অ্যাটর্নি জেনারেল হলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান।
- গাজীপুর ও জামালপুর কারাগারে বিক্ষোভ-গুলি।
৯ আগস্ট
- ৩ দিন বন্ধ থাকার পর দেশে ৩৬১ থানার কার্যক্রম শুরু।
- ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগ।
- বাংলাদেশ-ভারত সীমান্তের ওপর নজর রাখতে কমিটি করেছে ভারত সরকার।
- জামালপুর কারাগারে ৬ বন্দী নিহত।
১০ আগস্ট
- আদালত চত্বরে শিক্ষার্থীদের অবস্থান। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ৬ বিচারকের পদত্যাগ। অন্য পাঁচ বিচারপতি হলেন এম ইনায়েতুর রহিম, মো. আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, মো. শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন।
- সৈয়দ রেফাত আহমেদকে নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রদান।
- পদত্যাগ করলেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
১১ আগস্ট
- চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ আট সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের।
- রাজধানীর দিলকুশায় অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের বাইরে গুলির ঘটনা। ২০১৭ সালের আগে ব্যাংকে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারী এবং এর পরে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষ।
- ইউজিসি চেয়ারম্যান ও পাঁচ উপাচার্যের পদত্যাগ।
- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরদের শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ করতে চার সদস্যের (মোহাম্মদ মুসলিম চৌধুরী, নজরুল হুদা, মোস্তফা কে মুজেরি, বদরে মুনির ফেরদৌস) একটি অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন।
- মায়ের ডাকের মানববন্ধন, গুমে জড়িত রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের বিচার দাবি।
- দেশে ফিরলেন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ।
১২ আগস্ট
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক। সরকারকে ‘যৌক্তিক’ সময় দেবে তারা।
- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার।
- সম্পাদক পরিষদের বিবৃতি: স্বাধীন সাংবাদিকতার বাধা দূর করার আহ্বান। সম্পাদক পরিষদ বলছে, বিগত সরকার বাক্স্বাধীনতা, সৃজনশীলতা ও স্বাধীন সংবাদপত্রশিল্পের কণ্ঠ রোধ ও নিয়ন্ত্রণ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। বিশেষ করে বেশ কয়েকটি নিবর্তনমূলক আইন করার উদ্যোগ নিয়েছিল। এসব আইনের মধ্যে রয়েছে উপাত্ত সুরক্ষা আইন (খসড়া) ২০২২, ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এবং ওটিটি রেগুলেশন ২০২১ (খসড়া), গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) আইন ২০২২ (খসড়া), জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭, দ্য প্রেস কাউন্সিল (সংশোধন) অ্যাক্ট, ২০২২ (খসড়া)। প্রস্তাবিত এই বিশেষ আইনগুলো অবিলম্বে বাতিল করতে হবে।
- বাংলাদেশ ব্যাংকের চার শীর্ষস্থানীয় কর্মকর্তার পদত্যাগ। তাঁরা হলেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও খুরশিদ আলম, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস এবং উপদেষ্টা আবু ফারাহ মো. নাসের।
- আপিল বিভাগে চার বিচারক নিয়োগ। তাঁরা হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক।
- সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ।
- জনগণ এখনো গ্রহণ করতে আসেনি, বরং দল পুনর্গঠন করুন: আওয়ামী লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
১৩ আগস্ট
- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার।
- রাষ্ট্রের সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন: খুলনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
- ১৫ আগস্ট শোক দিবসের ছুটি বাতিল।
- আহসান এইচ মনসুর নতুন গভর্নর পদে নিয়োগ। সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বছর নির্দিষ্ট থাকায় বিদ্যমান বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুযায়ী আহসান এইচ মনসুর গভর্নর পদে নিয়োগ পেতে পারতেন না। কারণ, তাঁর বয়স এখন ৭২ বছর ৮ মাস। সে জন্য তাঁকে নিয়োগ দিতে সরকারকে ওই অর্ডার সংশোধন করতে হয়েছে। এতে গভর্নর পদের বয়সসীমা তুলে দেওয়া হয়।
- প্রধান উপদেষ্টার প্রেস সচিব হলেন শফিকুল আলম।
- পুলিশের বড় রদবদল, পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানকে অবসর।
১৪ আগস্ট
- ১১ সচিবের চুক্তি বাতিল, বাদ পড়ছেন শতাধিক।
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যাকাণ্ডে বিচারের উদ্যোগ।
- সাবেক মন্ত্রী শামসুল হক টুকু ও জুনাইদ আহ্মেদ পলক গ্রেপ্তার।
১৫ আগস্ট
- এস আলম ও তাঁর পরিবার সদস্যদের ব্যাংক হিসাব তলব।
- ৩২ নম্বরে যেতে বাধা, মারধর। দিনভর উত্তেজনা।
১৬ আগস্ট
- উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন আরও চারজন। এর মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা মর্যাদা) সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করা হচ্ছে। বাকি তিনজন হলেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ৮ উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন। নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
- সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আট দিনের রিমান্ডে। তিনি সর্বশেষ টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন। শেখ হাসিনা সরকার পতনের পরদিন তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
১৭ আগস্ট
- অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রে উত্তরণে পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: গ্লোবাল সাউথ সম্মেলনে ড. ইউনূস।
১৮ আগস্ট
- সংস্কারের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচন: কূটনীতিকদের প্রধান উপদেষ্টা।
- প্রাণ রক্ষায় ৬২৬ জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়: আইএসপিআরের বিবৃতি। বিবৃতিতে আরও জানানো হয়, পরিস্থিতির উন্নতি হওয়ায় ৬১৫ জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন। অভিযোগ বা মামলার ভিত্তিতে ৪ জনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে সাতজন সেনানিবাসে অবস্থান করছেন।
- বিএসইসির নতুন চেয়ারম্যান সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ।
১৯ আগস্ট
- সিটি মেয়রসহ ১ হাজার ৮৭৬ জনপ্রতিনিধিকে অপসারণ।
- সাবেক মন্ত্রী দিপু মনি গ্রেপ্তার।
২০ আগস্ট
- পুরোনো উদ্যোক্তাদের হাতে ফিরল ন্যাশনাল ব্যাংক। নতুন পর্ষদ গঠনের পর ন্যাশনাল ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংকটির উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে এই ব্যাংক সিকদার গ্রুপের দখলে ছিল।
- সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, এইচএসসি পরীক্ষা বাতিল।
২১ আগস্ট
- পদ ছাড়লেন চার ব্যাংকের চেয়ারম্যান।
- অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন। নেতৃত্বে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।
২২ আগস্ট
- ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১২ জেলা, মৃত্যু ৮।
- ইসলামী ব্যাংকের পর্ষদ বাতিল।
২৩ আগস্ট
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৫ হত্যা মামলা।
২৪ আগস্ট
- বানভাসিদের পাশে দেশের বিপুলসংখ্যক মানুষ।
২৫ আগস্ট
- চাকরি জাতীয়করণ নিয়ে আনসারদের সচিবালয় ঘেরাও, শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া।
- এস আলমমুক্ত হলো এসআইবিএল।
- মুদ্রানীতিতে পরিবর্তন, বাড়ল নীতি সুদ হার।
- মেট্রোরেল চলাচল শুরু।
২৬ আগস্ট
- বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনালাপ।
২৭ আগস্ট
- গুমের ঘটনা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের কমিশন গঠন। কমিশনকে তদন্ত করে ৪৫ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
- ইউসিবি, ইউনিয়ন ও গ্লোবাল ব্যাংকের পর্ষদ বাতিল।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি বিশ্ববিদ্যালয়টির ৩০তম উপাচার্য হবেন।
২৮ আগস্ট
- জামায়াত ও ছাত্রশিবির নিষিদ্ধের আদেশ বাতিল।
- প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মো. মাহফুজ আলম।
২৯ আগস্ট
- গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ।
- এক্সিম ব্যাংকের পর্ষদ পুনর্গঠন।
৩০ আগস্ট
- ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, এটা স্বীকার করে নিতে হবে। কিন্তু সরকারে যে থাকে, তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে।
৩১ আগস্ট
- জ্বালানি তেলের নতুন দর।
- এ সপ্তাহে ব্যাংক থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা তোলা যাবে।
- এস আলমের অর্থ পাচারের তদন্ত শুরু: সিআইডি।
সেপ্টেম্বর ২০২৪
১ সেপ্টেম্বর
- ৩১ আগস্ট রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা। হামলাকারীদের গ্রেপ্তার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে সারা দেশে সব ধরনের চিকিৎসাকেন্দ্রে সেবা বন্ধের ঘোষণা চিকিৎসকদের। পরে দাবি পূরণের আশ্বাসে ১২ ঘণ্টা পর তাঁরা কাজে ফেরেন।
- আলোচিত ও সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের মালিকানাধীন গাড়িতে চড়ে নিজ এলাকা কক্সবাজারের পেকুয়ায় গিয়ে সংবর্ধনা নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।
২ সেপ্টেম্বর
- দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন এবং ২ সেপ্টেম্বর থেকেই তা কার্যকর হয়।
৩ সেপ্টেম্বর
- জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন ও সংহতি জানিয়ে আরব আমিরাতে বিক্ষোভ করায় আটক হয়েছিলেন ৫৭ বাংলাদেশি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সম্মান জানিয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশির সবাইকে সাধারণ ক্ষমা করে।
- পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হক গ্রেপ্তার।
৪ সেপ্টেম্বর
- সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
৫ সেপ্টেম্বর
- ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে ঢাকার রাজপথে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের।
- প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ বাকি চার কমিশনার মো. আহসান হাবীব খান, মো. আলমগীর, কমিশনার রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমানের পদত্যাগ। ভবিষ্যতের প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন করার পরামর্শ দিলেন সিইসি।
- বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান মোহাম্মদ আজম। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পান আফসানা বেগম। এ ছাড়া ইউজিসিতে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান এস এম এ ফায়েজ।
৬ সেপ্টেম্বর
- সরকার পতনের পর নিজের ইউটিউব চ্যানেলে ২০০৯ সালের পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোহ নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মইন ইউ আহমেদ।
৭ সেপ্টেম্বর
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামকে নিয়োগ।
- রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা।
৮ সেপ্টেম্বর
- ছাত্র-জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন। নাসীরুদ্দীন পাটওয়ারী আহ্বায়ক ও আখতার হোসেন সদস্যসচিব।
৯ সেপ্টেম্বর
- কারিগরি শিক্ষার্থীরা বৈষম্যের শিকার অভিযোগে ৬ দফা দাবিতে রাজধানীর সাতরাস্তা ৬ ঘণ্টা টানা অবরোধ। রাজধানীতে তীব্র যানজট।
- শেয়ারবাজারে সালমান এফ রহমান এবং এস আলম পরিবারের সদস্য ও তাঁদের প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন।
- বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদ।
১০ সেপ্টেম্বর
- রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ১৮ জন আহত। ঢাকা কলেজের একদল শিক্ষার্থী আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে যায়।
১১ সেপ্টেম্বর
- জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণ। তিনি বলেন, সংস্কার চান, সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চান। সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত।
- নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুল মুয়ীদ চৌধুরী, সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন শাহদীন মালিক।
- জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ দিয়ে জারি করা দুটি প্রজ্ঞাপন পুরোপুরি বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ ও হট্টগোল।
- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে প্রকাশিত বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকায় আবু সাঈদের ইলাস্ট্রেশন।
১২ সেপ্টেম্বর
- ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি ও শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
- চিকিৎসকদের একটি অংশের বাধার মুখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (চলতি দায়িত্ব) পদ থেকে অধ্যাপক রোবেদ আমিনকে সরিয়ে নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
১৩ সেপ্টেম্বর
- ভারী বর্ষণে কক্সবাজার ডুবে যায়। পাহাড়ধসে ৬ জনের মৃত্যু এবং মাছধরার ট্রলারডুবিতে ১ জন মারা যান।
১৪ সেপ্টেম্বর
- যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের ঢাকা সফর। যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের সহকারী মন্ত্রী ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদলে আছেন পররাষ্ট্র দপ্তরের সহকারী মন্ত্রী ডোনাল্ড লু।
১৫ সেপ্টেম্বর
- আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ‘গুমের’ ঘটনা তদন্তে গঠিত কমিশনে পরিবর্তন এনেছে সরকার। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে গুমের ঘটনা কমিশনের তদন্তের জন্য বিবেচনায় আনা যাবে। এর আগের প্রজ্ঞাপনে সময়টি ছিল ২০১০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত। নতুন প্রজ্ঞাপনে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কমিশনকে তিন মাস সময় দিয়েছে সরকার।
- এস আলমের গৃহকর্মীর ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা।
১৬ সেপ্টেম্বর
- জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের তথ্যানুসন্ধান দল ঢাকায়।
১৭ সেপ্টেম্বর
- বাংলাদেশ সেনাবাহিনীকে দুই মাসের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান।
- সাভারের আশুলিয়ায় তিন সপ্তাহ ধরে শ্রম–অসন্তোষের মধ্যে জিরাবো এলাকায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে মোছা. রোকেয়া বেগম নামের এক শ্রমিক নিহত।
১৮ সেপ্টেম্বর
- সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যে বাড়ি ও সম্পদ নিয়ে আল-জাজিরার প্রতিবেদন।
১৯ সেপ্টেম্বর
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম (এফ এইচ) হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা একদল শিক্ষার্থীর। জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের সাবেক এক নেতাকে কয়েক দফা মারধর করে হত্যা।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধের সিদ্ধান্ত।
- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় লারমা স্কয়ারে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ।
- মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন চালু। সপ্তাহে ৭ দিন মেট্রোরেল চালুর সিদ্ধান্ত।
- সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে তাঁর সুনামগঞ্জের গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার।
২০ সেপ্টেম্বর
- খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালি সংঘাতের রেশ পার্শ্ববর্তী জেলা রাঙামাটিতেও ছড়ায়। সংঘর্ষ-সহিংসতায় পার্বত্য এই দুই জেলায় ৪ জন নিহত এবং অন্তত ৮০ জন আহত হন। দুই জেলায় ১৪৪ ধারা জারি।
- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সম্প্রতি নিয়োগ পাওয়া সহ-উপাচার্য মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেনকে শিক্ষার্থীরা শপথবাক্য পাঠ করাচ্ছেন, এমন ভিডিও আলোচনায়।
- বায়তুল মোকাররমে খতিব দ্বন্দ্বে জুমার নামাজের পর সংঘর্ষ।
২১ সেপ্টেম্বর
- আলোচনা-সমালোচনার মধ্যে পূজায় ৩ হাজার টন ইলিশ ভারতে রপ্তানির সিদ্ধান্ত।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম নিজের পরিচয় নিয়ে প্রকাশ্যে।
২২ সেপ্টেম্বর
- ১১২ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু।
- রাঙামাটি থেকে ১৪৪ ধারা উঠলেও খাগড়াছড়ি ও রাঙামাটিতে অবরোধে অচলাবস্থা।
- সিএজির পদত্যাগ দাবিতে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ।
২৩ সেপ্টেম্বর
- শ্রমিক অসন্তোষ। আশুলিয়ায় বন্ধ অর্ধশত কারখানা, গাজীপুরেও বিক্ষোভ।
২৪ সেপ্টেম্বর
- ইউনূস বাইডেনের বৈঠক। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন বাইডেনের।
- শেয়ার কারসাজিতে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা।
- রয়টার্সকে সেনাপ্রধানের সাক্ষাৎকার। আগামী ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে, সে জন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এ সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি।
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা ২০০ ছাড়াল।
২৫ সেপ্টেম্বর
- ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলমকে গণ–অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় করালেন প্রধান উপদেষ্টা।
২৬ সেপ্টেম্বর
- যুক্তরাষ্ট্রে ড. ইউনূস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বৈঠক। সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে বলে জানালেন ব্লিঙ্কেন।
- টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ও ঘরের মাঠে শেষ টেস্ট খেলতে চাইলেন সাকিব।
২৭ সেপ্টেম্বর
- জাতিসংঘের সাধারণ অধিবেশনে ড. ইউনূসের ভাষণ।
- ভয়েস অব আমেরিকাকে সাক্ষাৎকারে ইউনূসের রিসেট বাটন প্রসঙ্গ নিয়ে আলোচনা। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রথম স্বীকার করতে হবে যে ছাত্ররা বলেছে, আমরা “রিসেট বাটন” পুশ করেছি। এভরিথিং ইজ গন; অতীত নিশ্চিতভাবে চলে গেছে। এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব। দেশের মানুষও তা চায়। সেই নতুন ভঙ্গিতে গড়ে তোলার জন্য আমাদের সংস্কার করতে হবে।’
২৮ সেপ্টেম্বর
- ইউনিয়ন ব্যাংক থেকে ১৮ হাজার কোটি টাকা সরান এস আলম
- বিনা মূল্যের পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের কাজ সমন্বয়ের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটি বাতিল।
২৯ সেপ্টেম্বর
- উত্তরের চার জেলায় বন্যা।
৩০ সেপ্টেম্বর
- সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ।
- আশুলিয়ার টঙ্গিবাড়ী এলাকায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষে কাওসার হোসেন (২৭) নামের একজন নিহত এবং গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে অন্তত পাঁচজন।
- জয়, পুতুল ও ববির ব্যাংক হিসাব জব্দ।
- সাগর-রুনি হত্যা মামলা তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ।
অক্টোবর ২০২৪
১ অক্টোবর
- বেক্সিমকোর শেয়ার কারসাজি, জরিমানা ৪২৮ কোটি টাকা।
- বিএনপির শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণা আদালতের।
২ অক্টোবর
- ক্রিকেটার শাকিব ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব।
৩ অক্টোবর
- গুম কমিশন: আয়নাঘরের প্রমাণ পাওয়া গেছে, গুমের ৪০০ অভিযোগ
- টাইমের ১০০ উদীয়মান প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম।
- দরপতনে বিএসইসি ঘেরাও।
৪ অক্টোবর
- ১৮ হাজার কর্মী নেওয়ার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর।
৫ অক্টোবর
- রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ শুরু। প্রথম দিনের সংলাপ বিএনপির সঙ্গে।
৬ অক্টোবর
- গণ-অভ্যুত্থানে নিহত ৭৩৭ জনের খসড়া তালিকা প্রকাশ স্বাস্থ্য অধিদপ্তরের।
- সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৭ অক্টোবর
- শাহদীন মালিকের পরিবর্তে অধ্যাপক আলী রিয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন।
৮ অক্টোবর
- দাম নিয়ন্ত্রণে সাড়ে চার কোটি ডিম আমদানির সুপারিশ ট্যারিফ কমিশনের।
- সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জামিনে মুক্ত।
৯ অক্টোবর
- রাজস্ব বোর্ডের সংস্কারে পরামর্শক কমিটি গঠন।
- সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিনে মুক্ত।
১০ অক্টোবর
- বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৪ শতাংশ হবে।
১১ অক্টোবর
- পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের যুক্তরাষ্ট্র সফর, জোরালো সহযোগিতার আশ্বাস।
১২ অক্টোবর
- মোহাম্মদপুরে যৌথ বাহিনীর পরিচয়ে ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি সোনা লুট, মামলা।
১৩ অক্টোবর
- সংবিধান সংস্কার কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত।
- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ।
১৪ অক্টোবর
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: বিচার শুরু করতে চেয়ারম্যান ও দুই সদস্য নিয়োগ। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার। দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
১৫ অক্টোবর
- সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১১ দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন, যাবেন যুক্তরাষ্ট্র ও কানাডায়।
- মিরপুর ১০ মেট্রোস্টেশন চালু, ব্যয় ১ কোটি ২৫ লাখ টাকা।
১৬ অক্টোবর
- ৭ মার্চসহ আটটি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত। যে দিবসগুলো উদ্যাপন বা পালন না করার সিদ্ধান্ত হয়েছে, সেগুলো হলো ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আইনজীবী সমাজ ও নাগরিক কমিটির হাইকোর্ট ঘেরাও, ১২ বিচারককে বিচারকাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত।
- বর্ষীয়ান রাজনীতিবিদ মতিয়া চৌধুরীর মৃত্যু।
১৭ অক্টোবর
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা।
- খিলগাঁও থানায় আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা।
- সাকিবের দেশে ফেরা হচ্ছে না।
- ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং দুর্গাপূজায় ২ দিন ছুটি।
- উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত—অভ্যুত্থানে নিহতদের পরিবার পাবে ৩০ লাখ টাকা।
- সয়াবিন ও পাম তেলে শুল্কছাড়।
- পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন গ্রামের মানুষ।
১৮ অক্টোবর
- পল্লী বিদ্যুতের ৬ কর্মকর্তা তিন দিনের রিমান্ডে, রাষ্ট্রদ্রোহ ও সাইবার আইনে মামলা।
১৯ অক্টোবর
- দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, তিনি শুনেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন; কিন্তু তাঁর কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। এই কথোপকথন পত্রিকাটির রাজনৈতিক ম্যাগাজিন ‘জনতার চোখ’-এ প্রকাশিত হয়।
- রাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী লীগের অংশগ্রহণে বাধা দেওয়া হবে: রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে ব্রিফিংয়ে মাহফুজ আলম।
২০ অক্টোবর
- বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল।
- শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের ঘোষণা।
২১ অক্টোবর
- হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যে ক্ষুব্ধ অন্তর্বর্তী সরকার। বক্তব্যকে মিথ্যাচার বলেছেন আইন উপদেষ্টা। তবে বঙ্গভবন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগকেন্দ্রিক মীমাংসিত বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্যও সবার প্রতি আহ্বান জানান।
- জামিন পেলেন জেড আই খান পান্না।
- দুদকের মামলায় আপিলের অনুমতি পেলেন ড. ইউনূস।
- পাঁচ সরকারি ব্যাংকে এমডি নিয়োগের চিঠি।
- ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদের ব্যাংক হিসাব জব্দ।
- বসুন্ধরার চেয়ারম্যানসহ পরিবারের আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা।
- ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’–এর কমিটিতে পরিবর্তন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে। আর এত দিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
২২ অক্টোবর
- রাষ্ট্রপতির অপসারণ দাবিতে বঙ্গভবনের সামনে রাতে বিক্ষোভ।
- রাষ্ট্রপতির পদত্যাগ দাবি, ছাত্রলীগ নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। শহীদ মিনারে ‘বিপ্লবী ছাত্র জমায়ত’ থেকে এ দাবি।
- সালমান এফ রহমান, তাঁর স্ত্রী ও ছেলের লেনদেনের তথ্য চেয়ে দুদকের চিঠি।
২৩ অক্টোবর
- আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে এই ছাত্রসংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
- এইচএসসিতে বৈষম্যহীন ফলের দাবিতে সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের ধাওয়া, আটক ৫৩ জন।
২৪ অক্টোবর
- চাকরিতে প্রবেশের বয়স ৩২ করার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের।
- গণমাধ্যম ঘেরাও করলে আইন অনুযায়ী ব্যবস্থা: তথ্য মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়টি বলেছে, সম্প্রতি বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমকে হুমকি দেওয়াসহ ঘেরাওয়ের ঘোষণার বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অবহিত হয়েছে। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বক্তব্য হলো, বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। গণমাধ্যমকে হুমকি দেওয়াসহ ঘেরাওয়ের ঘোষণায় মন্ত্রণালয় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ ধরনের ঘটনা সংঘটিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
- সাত কলেজের সমস্যা নিরসনে কমিটি গঠন।
২৫ অক্টোবর
- সারদা পুলিশ একাডেমি: ক্লাসে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে প্রশিক্ষণরত ৫৯ এসআইকে শোকজ।
- যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
- চট্টগ্রামে ৮ দফার দাবিতে হিন্দুধর্মাবলম্বীদের সমাবেশ, ঢাকা অভিমুখে লংমার্চের ঘোষণা।
২৬ অক্টোবর
- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ।
- সন্ত্রাসমুক্ত মোহাম্মদপুরের দাবিতে থানার সামনে এলাকাবাসীর প্রতিবাদ।
২৭ অক্টোবর
- রাষ্ট্রপতির অপসারণ দাবি প্রসঙ্গে ১২ দলের বৈঠক: সাংবিধানিক সংকট চায় না বিএনপিসহ বিভিন্ন দল।
- শেয়ারবাজারে দরপতন: চার বছরের মধ্যে সর্বনিম্ন সূচক।
- আবুল কাশেম ফজলুল হক বাংলা একাডেমির সভাপতি হলেন।
- গভীর রাতে গাজী দস্তগীরের বাড়িতে ডিবির অভিযান, ভাঙচুর।
- গ্রেপ্তারের পর সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ কারাগারে।
২৮ অক্টোবর
- আওয়ামী লীগসহ ১২ দলকে রাজনীতির বাইরে রাখতে বৈষম্যবিরোধী আন্দোলনের তিন নেতার রিট।
- লন্ডনের ফিন্যান্সিয়াল টাইমসকে গভর্নর: হাসিনার সহযোগীরা সরিয়েছেন ১৭ বিলিয়ন ডলার।
- এ মুহূর্তে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস উইং।
- সাম্প্রতিক শেয়ারের দরপতন নিয়ে বিএসইসি গঠিত তদন্ত কমিটির কাজ শুরু, দরপতন চলছেই।
- জাতিসংঘের মানবাধিকার–বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের দুই দিনের ঢাকা সফর শুরু।
২৯ অক্টোবর
- ১২ দলকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখার রিট চালাবেন না সারজিসসহ তিন আবেদনকারী।
- আইনের শাসন ও মানবাধিকারের ওপর জোর দিলেন জাতিসংঘের মানবাধিকার–বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।
- দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন পদত্যাগ করেছেন।
- রাজধানীর সাত কলেজ: শিক্ষার্থীদের ৫ ঘণ্টা সড়ক অবরোধ।
- ২০ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)।
৩০ অক্টোবর
- সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার–বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক: সব হত্যার বিচার করতে হবে।
- স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ বর্তমানে ‘নিষ্ক্রিয়’ থাকায় তাঁকে ছাড়াই সরকার ডব্লিউএইচওর সঙ্গে সরাসরি কাজ করার জন্য সংস্থাটির কাছে চিঠি পাঠিয়েছে সরকার।
- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার অভিযোগে করা একটি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।
- হজ প্যাকেজ ঘোষণা, খরচ কমেছে।
৩১ অক্টোবর
- জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর, আগুন। ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতা’র ব্যানারে একদল লোক একটি মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যান। সেখানে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এরপর তাঁদের সঙ্গে জাতীয় পার্টির কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে ওই কার্যালয়ে আগুন দেওয়া হয়।
- ফুল আর ভালোবাসায় সাফ নারী চ্যাম্পিয়নদের খোলা বাসে বরণ।
- মিরপুরে সেনা-পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধ।
- বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতায় ট্রাম্পের তীব্র নিন্দা।
- সাত কলেজের জন্য ঢাবির ভেতরেই আলাদা ব্যবস্থা।
নভেম্বর ২০২৪
১ নভেম্বর
- জাতীয় পার্টির অফিসে আগুন: পুলিশের নিষেধাজ্ঞা মেনে দুই পক্ষের কর্মসূচি স্থগিত। কাকরাইলে দলের প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সমাবেশ করার ঘোষণা দিয়েছিল জাপা। সেই সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেওয়া হয় ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক, জনতা’র ব্যানারে। এ পরিস্থিতিতে কাকরাইলসহ আশপাশ এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরে দুই পক্ষই কর্মসূচি স্থগিত করে।
- সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) থেকে এস আলমের নিয়োগ দেওয়া ৫৭৯ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত।
২ নভেম্বর
- রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা: মির্জা ফখরুল ইসলাম।
- শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
- শিল্পকলা একাডেমিতে বিক্ষোভের মুখে একটি নাটকের প্রদর্শনী বন্ধ। দেশ নাটক প্রযোজিত নাটক ‘নিত্যপুরাণ’ মঞ্চায়নের সময় শিল্পকলা একাডেমির সামনে বিক্ষোভ করেন ২০ থেকে ২৫ ব্যক্তি। এ অবস্থায় নাটকটির মঞ্চায়ন বন্ধ করে দেওয়া হয়। দেশ নাটকের নির্দিষ্ট একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়, ওই ব্যক্তি স্বৈরাচার সরকার আওয়ামী লীগের দোসর হয়ে কাজ করেছেন। ফলে তাঁর অংশগ্রহণে নাটক মঞ্চস্থ হতে পারবে না।
৩ নভেম্বর
- চাল আমদানিতে ২ শতাংশ অগ্রিম কর ছাড়া আর কোনো শুল্ক-কর নেই।
- ২৯ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)।
৪ নভেম্বর
- প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কাজের অগ্রগতি তুলে ধরল ৬ সংস্কার কমিশন।
- শেয়ারবাজারে মূলধনি মুনাফায় কর কমাল এনবিআর।
- শৃঙ্খলাভঙ্গে আরও ৫৮ জন প্রশিক্ষণরত এসআইকে অব্যাহতি, এ নিয়ে দুই দফায় ৩১০ জনকে অব্যাহতি হয়।
৫ নভেম্বর
- গুমসংক্রান্ত তদন্ত কমিশনের ব্রিফিং: ৮ গোপন বন্দিশালার সন্ধান, এখনো নিখোঁজ ২০০।
- ঢাকায় আলেমদের মহাসম্মেলন।
- জনতা ব্যাংক নিলামে ওঠাল এস আলমের জমি।
- সংবাদপত্রের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ।
৬ নভেম্বর
- অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ১৯ শতাংশ।
৭ নভেম্বর
- বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত।
- তিন মাসের মধ্যে অক্টোবরে মূল্যস্ফীতি সর্বোচ্চ—১০.৮৭ শতাংশ।
- বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদি।
- সাকিব আল হাসান ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ।
- সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ৬ দিনের রিমান্ডে, আদালতে আইনজীবীকে মারধর।
- আরও ১১৮ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)।
৮ নভেম্বর
- নাটক বন্ধ নিয়ে শিল্পকলা একাডেমির সামনে গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সমাবেশে ডিম নিক্ষেপ।
৯ ডিসেম্বর
- নূর হোসেন দিবসে আওয়ামী লীগকে সমাবেশ করতে দেবে না সরকার: প্রেস সচিব।
১০ নভেম্বর
- বেক্সিমকোর ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের রিসিভার নিয়োগ।
- আরও তিন উপদেষ্টা ও তিন সহকারী নিয়োগ। দপ্তর পুনর্বণ্টন। নতুন তিন উপদেষ্টার মধ্যে ব্যবসায়ী শেখ বশিরউদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। আরেক নতুন উপদেষ্টা চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে দেওয়া হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব।
- প্রতিমন্ত্রীর মর্যাদায় তিনজন বিশেষ সহকারী হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান ও অধ্যাপক এম আমিনুল ইসলাম।
- ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে রোববার শহীদ নূর হোসেন দিবসে ঢাকায় দিনভর ছিল উত্তেজনা। রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েও সেখানে যেতে পারেনি দলটি। তাদের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়ে সেখানে একদিকে গণজমায়েত কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অন্যদিকে বিক্ষোভ দেখিয়েছে বিএনপিসহ বিভিন্ন দল ও সংগঠন।
- হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হচ্ছে: আইন উপদেষ্টা।
- বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ৩৭ ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ।
১১ নভেম্বর
- বিমানবন্দরে প্রবাসীদের জন্য লাউঞ্জের উদ্বোধন প্রধান উপদেষ্টার।
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ, ‘ফ্যাসিবাদের দোসরদের’ উপদেষ্টা পরিষদ থেকে সরানোর দাবি।
- বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস। মাহফুজ লিখেছেন, ‘শেখ মুজিব ও তাঁর মেয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছেন, তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই দায় স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে। এর মধ্যে রয়েছে অগণতান্ত্রিক ’৭২-এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, হাজার হাজার কোটি অর্থ পাচার, হাজার হাজার ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচারবহির্ভূত হত্যা (১৯৭২-৭৫, ২০০৯-২৪)। তাহলেই আমরা ’৭১-এর আগের শেখ মুজিবের কথা বলতে পারি। ক্ষমা প্রার্থনা ও ফ্যাসিস্টদের বিচার ছাড়া কোনো ধরনের পুনর্মিলন হবে না।’
১২ নভেম্বর
- শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলকে চিঠি।
- শুধু বেক্সিমকো ফার্মায় রিসিভার নিয়োগের আদেশ স্থগিত।
- ঢালাওভাবে প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের অন্তরায় বলে মনে করে সম্পাদক পরিষদ। সম্পাদক পরিষদের সভাপতি মাহ্ফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের বিবৃতি।
১৩ নভেম্বর
- জুলাই-আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিদের দেখতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) গিয়ে ক্ষোভের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। তিনি সবার সঙ্গে দেখা করেননি অভিযোগ তুলে হাসপাতাল থেকে বেরোনোর পথে তাঁর পথ আটকে বিক্ষোভ করেন আহত ব্যক্তিরা। হাত, পা, চোখে ব্যান্ডেজসহ এই ব্যক্তিরা হুইলচেয়ারে করে হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন। স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের পদত্যাগের দাবি করেছেন তাঁরা। পরে দিবাগত রাত আড়াইটার দিকে অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন সহকারী সেখানে যান। তাঁদের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর আহত ব্যক্তিরা রাত সোয়া তিনটার দিকে হাসপাতালে ফিরে যান।
- সাগর-রুনি হত্যা মামলা, র্যাব থেকে তদন্তের দায়িত্ব গেল পিবিআইয়ের কাছে।
- আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত সেনাবাহিনী ছয় হাজারের বেশি অবৈধ অস্ত্র ও প্রায় দুই লাখ গোলাবারুদ উদ্ধার করেছে। অস্ত্র, গোলাবারুদ–সংশ্লিষ্ট আড়াই হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘন বা বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধের ব্যাপারে সেনাবাহিনী অত্যন্ত সচেতন। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস-এ-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খান।
১৪ নভেম্বর
- জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার পাশাপাশি পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আহত ব্যক্তিরা দেশের সব সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান থেকে সারা জীবন বিনা মূল্যে চিকিৎসা পাবেন। চিকিৎসায় তাঁরা অগ্রাধিকার পাবেন। আর কারও যদি দেশে চিকিৎসা সম্ভব না হয় এবং বিদেশে চিকিৎসার জন্য বিজ্ঞানসম্মত সুপারিশ করা হয়, তাহলে সেই ব্যবস্থা করা হবে। সচিবালয়ে আহত ব্যক্তিদের সঙ্গে বৈঠক অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টা ও একজন বিশেষ সহকারীর।
- ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলিবিদ্ধ শিক্ষার্থী আবদুল্লাহ মারা গেছেন। এ নিয়ে এই আন্দোলন ঘিরে গত ১৬ জুলাই থেকে এখন পর্যন্ত ৭৬৭ জনের মারা যাওয়ার তথ্য পেয়েছে প্রথম আলো। সরকার এখন পূর্ণাঙ্গ তালিকা করছে। খসড়া তালিকায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত উল্লেখ করা হয়েছে ৮৭২ জন
- বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইনের দুটি বিধান অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। এই আইনের অধীনে করা কাজ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এবং চুক্তি করার বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্ত নেওয়ার কথা ওই বিধান দুটিতে উল্লেখ রয়েছে। আইনটি ‘কুইক রেন্টাল’ আইন নামে পরিচিত।