আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে ১৭ নং পশ্চিম বাকলিয়া জামায়াতে ইসলামী।
এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরের সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা জামায়াতের আমীর সুলতান আহমদ, পশ্চিম বাকলিয়া জামায়াতের আমীর কামাল হোসাইন, নায়েবে আমীর আহমদুল হক, সেক্রেটারি ওহিদুল কাদের চৌধুরী, সিকান্দার মেহেদী, বায়তুলমাল সেক্রেটারি ইকরামুল হক, অফিস সেক্রেটারি এহসানুল হক মিলনসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অন্যদিকে হিন্দু কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সনাতনী দাসপাড়া সমাজ কমিটির সভাপতি নির্মল দাস, পূজা কমিটির উপদেষ্টা তপন দাস, বিষ্ণু মন্দির পাড়া পদ্ম কিশোর মিতালি সংঘের সভাপতি বিকাশ দাশ ও সেক্রেটারি সুভাষ দাস, মক্কি কলোনীর সভাপতি শিবলু কানুনগো ও সেক্রেটারি সুপ্লব দাস, লংকা পাড়া এনজে ক্লাবের সাবেক সভাপতি মধু দাস, বর্তমান সভাপতি লিটন চক্রবর্তী ও সেক্রেটারি সঞ্জয় দাস, পশ্চিম পাড়া সহ-সভাপতি বাবলু দেব ও সেক্রেটারি শিমুল দাসসহ আরও অনেকে।
সভায় প্রধান অতিথি ফয়সাল মুহাম্মদ ইউনুস বলেন, ‘জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমুখী সংগঠন। সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা বিশ্বাসী। আসন্ন পূজায় সনাতনী হিন্দু সম্প্রদায়ের ধর্ম পালনে কোনো বিঘ্ন ঘটতে দেবো না। আপনারা এ দেশের নাগরিক, নাগরিক হিসেবে আপনাদের সব ধরনের অধিকার ভোগ করার ন্যায্যতা রয়েছে। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।’
হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অতীতে যেকোনো সমস্যায় জামায়াতের নেতারা সবসময় পাশে ছিলেন এবং ভবিষ্যতেও তারা এ সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন।
সভায় বক্তারা শান্তি-শৃঙ্খলা বজায় রেখে এলাকার উন্নয়ন ও পারস্পরিক সম্প্রীতি রক্ষায় একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।