রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম-১০ আসনে শামসুজ্জামান হেলালী

উন্নয়নের শীর্ষে যেতে হলে সৎ ও নির্লোভ নেতৃত্ব অপরিহার্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হলেও তিনি কোনো সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করবেন না। তিনি বলেন, ‘শুল্কমুক্ত গাড়ি কিংবা রাজউকের বাড়ি (প্লট) আমার দরকার নাই।’

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর খুলশী রেলওয়ে কলোনিতে চট্টগ্রাম মহিলা কলেজ কেন্দ্র কমিটির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যক্ষ হেলালী বলেন, দেশের সম্পদ বিদেশে পাচার বন্ধ করা, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত পরিবেশ সৃষ্টি করাই সময়ের প্রধান দাবি। আগামী পাঁচ বছর রাজনৈতিক ও প্রশাসনিক পরিবেশকে দুর্নীতিমুক্ত রাখা গেলে বাংলাদেশ উন্নয়নের এক নতুন উচ্চতায় পৌঁছাতে পারবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ‘উন্নয়নের শীর্ষে যেতে হলে সৎ, নির্লোভ ও নীতিবান নেতৃত্ব অপরিহার্য। এই গুণ একমাত্র জামায়াতের মধ্যেই বিদ্যমান, জনগণ এখন তা উপলব্ধি করছে।’

সভায় সভাপতিত্ব করেন রেলওয়ে ভূমিহীন সমবায় সমিতির আহবায়ক মোহাম্মদ আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী, ৮ নং শুলকবহর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার এবং খুলশী ওয়ার্ডের সভাপতি ইমরান সিকদার।

এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন সরদার মনিরুল হক মনু, ইসলামী কো-অপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এস এ এম নুর হোসাইন, ইঞ্জিনিয়ার দিদার, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার ওসমান, আলী করিমুল্লাহ হারুন, আব্দুল হক সুমন, মো. বাবুল, মো. শামীম, সালেহা বেগম, মুন্নি বেগম, জোহরা বিবি ঝর্ণা, মসজিদ কমিটির সভাপতি খলিলুর রহমান ও সেক্রেটারি বদিউল আলম।

বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই। জনগণের প্রত্যাশা পূরণে যোগ্য ও নিষ্ঠাবান প্রার্থী হিসেবে অধ্যক্ষ হেলালীকে তারা সমর্থন জানান।

ভিডিও