রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

চকবাজারে উঠান বৈঠক, নির্বাচনী সমর্থনে ঐক্যবদ্ধতা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম-৯ আসনের নির্বাচন কমিটির পরিচালক ফয়সাল মুহাম্মদ ইউনুস বলেছেন, ‘জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ কে ফজলুল হককে দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচিত করতে চকবাজারের বাসিন্দারা ঐক্যবদ্ধ।’

সোমবার রাতে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের মুহাম্মদ আলী শাহ এলাকাবাসীকে নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বৈঠকে সভাপতিত্ব করেন চকবাজার ১৬ নম্বর ওয়ার্ড এমারতের আমীর মুহাম্মদ শহিদুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চকবাজার পূর্ব সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি সাইফুদ্দিন খালেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার, থানা কর্মপরিষদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াছ ও এরশাদুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন জামায়াত নেতা মুহাম্মদ ইসমাঈল, হাফেজ ফিরোজ সিদ্দিক, শাহাদাত আলম, আতাউর রহমান আসাদ, রিপন চৌধুরী, স্থানীয় নেতৃবৃন্দ মিনহাজুর ইসলাম চৌধুরী রানা, জামাল উদ্দিন, আবুল কাশেম ও নুরুল আমিন প্রমুখ।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে প্রতিটি ওয়ার্ড, মহল্লা ও পাড়া-মহল্লায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ভিডিও