রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

সদরঘাটে জামায়াতের উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮

চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডে রবিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী কেন্দ্র কমিটির উদ্যোগে আয়োজিত এ বৈঠকে বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন।

ওয়ার্ড সভাপতি মুহাম্মদ জয়নাব আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি রফিকুল ইসলাম আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১১ (সদরঘাট-বন্দর-পতেঙ্গা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর আলহাজ শফিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরঘাট থানা আমির মাওলানা আব্দুল গফুর ও ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ফজলে এলাহি মো. শাহীন।

এছাড়া কর্মপরিষদ সদস্য হাজী হারুন রশীদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সদরঘাট থানা সেক্রেটারি আফসার হোসেন ভূঁইয়া, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আহসানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গও বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে হবে।

ভিডিও