চট্টগ্রামের ফটিকছড়ির নারায়ণহাটে ইস্পাহানী গ্রুপের মালিকানাধীন নেপচুন চা বাগানের এক শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) চা বাগানের অফিসের সামনে এ মানববন্ধন করেন বাগানে কর্মরত শ্রমিকরা।
কয়েকদিন আগে বাগানের নার্সারির চারা পুড়িয়ে ধ্বংস করার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় মো. শহীদুল ইসলাম নামে এক চা শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের চা শ্রমিক শহিদুলকে মিথ্যা মামলায় জড়িয়ে ফাঁসানো হয়েছে। আমরা তার মুক্তির দাবি করছি। তিনি একজন সামান্য চা শ্রমিক। গত কয়েকদিন ধরে মিথ্যা মামলায় সে জেল হাজতে রয়েছে। অভাব অনটনে তার পরিবারে হাহাকার চলছে।
দ্রুত সময়ে তাকে মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণাও দেন চা শ্রমিক নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চায়েত প্যানেল কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সমাজ প্রতিনিধি সংকর দাশ, পঞ্চায়েত সদস্য আনোয়ারা বেগম, মো. রফিকুল ইসলাম অনেকে।
পঞ্চায়েতের সভাপতি মৃদুল কর্মকার বলেন, আমাদের চা শ্রমিক শহীদুলকে মিথ্যা মামলায় আটক করার ঘটনায় আমরা তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে দ্রুত সময়ে তার মুক্তির দাবি জানাই। সে যদি কোনো ধরনের ভুল করে থাকে পঞ্চায়েত নেতারাসহ সংশ্লিষ্টরা মিলে তা সমাধান করা হবে।
নেপচুন চা বাগানের ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. রিয়াজ উদ্দিন বলেন, বেশ কিছুদিন যাবৎ চা বাগানে বিভিন্ন চুরি এবং নানা রকম অসঙ্গতি দেখা দেয়। সম্প্রতি আমাদের একটি নার্সারিতে চারা পুড়ানোর ঘটনা ঘটে। এতে মালিকের সম্পত্তি রক্ষায় থানায় অজ্ঞাতনামা আসামিকে একটি মামলা দায়ের করি। পরে এ ঘটনায় শহিদকে ভূজপুর থানা পুলিশ আটক করে। প্রশাসনের কাজ প্রশাসন করছে। এটিতে আমার কোনো হাত নেই। আদালত যদি মনে করে সে নির্দোষ তাহলে জামিন পাবে।
ভূজপুর থানার ওসি (তদন্ত) নুরুল আলম বলেন, নেপচুন চা বাগানে নার্সারিতে আগুন দেওয়ার ঘটনায় থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা হয়। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শহিদুলকে আটক করে এবং পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।