যারা ধর্মীয় উপাসনালয়ে আঘাত করে তারা দুর্বৃত্ত : ধর্ম উপদেষ্টা

হাটহাজারী প্রতিনিধি: যারা ধর্মীয় প্রতিষ্ঠান বা উপসনালয়ে আঘাত করে তারা কখনো ধর্ম বিশ্বাসী নয় তারা দুর্বৃত্ত। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী গাউছিয়া মুঈনীয়া কামিল মাদরাসার শিক্ষক ও কর্মচারীদের সাথে মতবিনিময় এবং কামিল ১ম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান ও মিলাদ মাহফিলে সভায় এই মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, একে অপরের সাথে সংঘাত না করে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের হাতে অস্ত্রের সংস্কৃতি নয় কলমের সংস্কৃতি পুনরুদ্ধার করার আহবান জানান এবং তার সরকার এই লক্ষ্যে কাজ করছে বলেও জানান।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মাদ্রাসার হলরুমে উক্ত মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফরাহ মোঃ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও অধ্যাপক কাজী মুহাম্মদ শফিউল আজমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, উপাধ্যক্ষ আব্দুল অদুদ, জসিম উদ্দিন আজিজী। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক আলি আজগর। শুরুতে পবিত্র কোরান তেলোয়াত ও নাতে রসুল (দঃ) পরিবেশন করেন যথাক্রমে হাফেজ মুহাম্মদ ফয়সাল ও মোঃ মনিরুল মোস্তফা। অনুষ্ঠানে হাটহাজারী সার্কেল মোঃ শোয়েব, ওসি মোঃ হাবিবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।