শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭৫তম মৃত্যুবার্ষিকী

নতুন প্রজন্মকে ইসলামাবাদীর আদর্শে গড়ে তুলতে হবে : ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০২:৩৮

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রখ্যাত আলেম হলেও ধর্মান্ধ ছিলেন না; বরং তিনি ছিলেন যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক ও জনদরদী একজন দেশপ্রেমিক। তাঁর কর্ম ও ধ্যান ছিল সাধারণ মানুষের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সমাজ সংস্কারের প্রচেষ্টা।

তিনি আরও বলেন, ইসলামাবাদী ছিলেন উপমহাদেশের উদার মানবতাবাদী, সাংবাদিকতা জগতের পথিকৃৎ, বৃটিশবিরোধী আন্দোলনের নেতা, শিক্ষক ও দক্ষ সংগঠক। চলমান অসংযত ধর্মীয় নগ্নতাণ্ডব প্রতিহত করতে নতুন প্রজন্মের জন্য ইসলামাবাদীর জীবন ও আদর্শ অনুসরণ অপরিহার্য।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে কদম মোবারক মুসলিম এতিমখানা প্রাঙ্গণে মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন লায়ন এস. এম. মোর্শোদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক ড. শামসুদ্দীন শিশির। তিনি বলেন, ‘মওলানা ইসলামাবাদী ছিলেন শিক্ষা, মানবতা ও ন্যায়বিচারের প্রতীক। নারী শিক্ষা, ধর্মীয় সম্প্রীতি ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা রাখেন।’

এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন, কদম মোবারক শাহী জামে মসজিদের খতিব মাওলানা বদিউল আলম রিজভীসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন সোহেল মো. ফখরুদ্দিন। বক্তব্য রাখেন আজাদ খান, সৈয়দ আলা উদ্দিন, হারুন জামান, জাকের হোসেন, গাজী ইসলামাবাদী, মো. হাবিব উল্লাহ, ইমরান হোসেন জুয়েল, মুজিবুল হক সিদ্দীকী, হাফেজ আমান উল্লাহ, অধ্যক্ষ ড. সানা উল্লাহ ও আলা উদ্দীন প্রমুখ।

ভিডিও