বাকলিয়া থানার ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের রুকন, প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর রেজাউল করিম (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাদ যোহর বাকলিয়া চরচাক্তাই নতুন মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির, পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।
জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, আবু হেনা মোস্তফা কামাল, বাকলিয়া থানা আমির সুলতান আহমদ প্রমুখ।
প্রফেসর রেজাউল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম ও নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
শোকবাণীতে তারা বলেন, ‘আল্লাহ তায়ালা মরহুমের জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করুন, তার হিসাবকে সহজ করুন এবং কবরকে নূরে পরিপূর্ণ করুন।’
নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আল্লাহ তায়ালা যেন তাদের ধৈর্য ধারণের তাওফিক দান করেন— সেই প্রার্থনাও করেন।