চট্টগ্রাম ইপিজেডের একটি ৮ তলা ভবনে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আগুন লেগে প্রায় ১৭ ঘণ্টা জ্বলনের পর শুক্রবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ভবনের ৭ তলা থেকে শুরু হওয়া অগ্নিকাণ্ডে অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল প্রোডাক্টস (বিডি) কোম্পানি লিমিটেডের গুদাম এবং বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের ফলে ভবনের ছাদ ও দেয়াল ধসে পড়েছে, ভাঙা কাঁচ ও বাঁকা লোহার গ্রিল ভবনটিকে ভয়াবহ রূপ দিয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচ শতাধিক শ্রমিক এখন বেকার, জীবিকা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
শ্রমিক শফিক আহমেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “কারখানা পুড়ে গেছে, এখন কীভাবে পরিবারকে বাঁচাবো, তা ভাবতেই ভয় লাগে।”
অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইলের ফিন্যান্স ম্যানেজার রিফাত হাসান জানিয়েছেন, বেতন-ভাতা ও কারখানা পুনরায় চালু করার বিষয়ে এখনও কোনো নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ইপিজেড কর্তৃপক্ষ আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিটি গঠন করেছে। সিইপিজেড বেপজার নির্বাহী পরিচালক আব্দুস সোবহান বলেন, “সম্পূর্ণ ভবন বিশেষজ্ঞের মাধ্যমে পরীক্ষা করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা পুনরায় ঘটতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”