চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দেওয়ানবাজারস্থ ইসলামী একাডেমি (বিআইএ) মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, ‘এই দেশের মানুষ এখন আর ক্ষমতার পালাবদল চায় না, তারা চায় একটি গুণগত রাজনৈতিক পরিবর্তন— যেখানে সত্য, ন্যায়, জবাবদিহিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ের রাজনৈতিক সংকট, সামাজিক অবক্ষয়, প্রশাসনিক দুর্নীতি এবং নৈতিক অবনতি থেকে জাতিকে মুক্ত করতে হলে প্রয়োজন আদর্শিক নেতৃত্ব ও সুসংগঠিত কর্মী বাহিনী। জামায়াতে ইসলামী সেই আদর্শিক রাজনীতির ধারক ও বাহক হিসেবে জনগণের আস্থার প্রতীক হয়ে কাজ করছে।’
মুহাম্মদ শাহজাহান বলেন, ‘দেশের রাজনীতি আজ মূল্যবোধহীনতার চরম পর্যায়ে পৌঁছেছে। নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, বিচার বিভাগ প্রভাবিত, প্রশাসন পক্ষপাতদুষ্ট, এবং সাধারণ মানুষ ন্যূনতম নিরাপত্তা ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। এমন প্রেক্ষাপটে ইসলামি রাজনীতিই একমাত্র বিকল্প— যেখানে আল্লাহভীতির ভিত্তিতে পরিচালিত একটি কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব।’
তিনি রুকনদের উদ্দেশ্যে বলেন, ‘রুকনগণ হচ্ছেন দলের আদর্শিক প্রাণ। তাদের আত্মিক, চারিত্রিক ও সাংগঠনিক পরিশুদ্ধির মাধ্যমে জামায়াতের ভিত শক্তিশালী হবে।’ তিনি সকল রুকনকে যুগের চাহিদা অনুযায়ী জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বগুণে নিজেদের সমৃদ্ধ করার আহ্বান জানান।
চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য অধ্যাপক মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী, নগর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, বায়েজিদ থানা আমীর মাওলানা জাকির হোসাইন, খুলশী থানা আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়া, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী (সিসিএ)-এর সভাপতি মুহাম্মদ সেলিম জামান প্রমুখ।
সম্মেলনে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানার রুকনগণ উপস্থিত ছিলেন।