বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, ‘বর্তমান সংখ্যাগরিষ্ঠ ভিত্তিক নির্বাচনী ব্যবস্থা জনগণের বড় একটি অংশকে প্রতিনিধিত্বহীন করে রেখেছে। জনগণের প্রকৃত মতামত প্রতিফলনের একমাত্র উপায় হলো প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি গ্রহণ।’
তিনি বলেন, ‘আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি— জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে পিআর পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নিন। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করুন। অন্যথায় রাজপথেই এর সমাধান হবে ইনশাআল্লাহ।’
৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে সোমবার ওয়াসা মোড়ে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন মহানগরীর ভারপ্রাপ্ত আমীর ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি ও চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘জুলাই সনদকে আইনী মর্যাদা দিতে হলে জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। এর সাংবিধানিক ও ঐতিহাসিক নজির বাংলাদেশে বিদ্যমান।’
মানববন্ধনটি মুরাদপুর থেকে শুরু হয়ে ২নং গেইট, জিইসি মোড়, ওয়াসা মোড়, লালখানবাজার, টাইগারপাস, দেওয়ানহাট হয়ে আগ্রাবাদ বাদামতলা মোড় পর্যন্ত বিস্তৃত ছিল। এতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষও অংশ নেন।