চট্টগ্রামের লোহাগাড়া মা ও শিশু হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারে মিটার লাগাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় নজরুল ইসলাম (৩৩) নামে এক সুপার ভাইজার দগ্ধ হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধ নজরুল সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মো. সৈয়দের পুত্র। তিনি হাসপাতালের সিনিয়র সুপার ভাইজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) আলহাজ্ব নোমান প্রকাশ নোমান মেম্বার জানান, নজরুল হাসপাতালের দ্বিতীয় তলায় খালি অক্সিজেন সিলিন্ডারে মিটার লাগাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তিনি দগ্ধ হন। ঘটনার পরপরই দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা নজরুলকে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।
ডিএমডি নোমান আরও বলেন, ‘আহত নজরুল ইসলামের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষ গ্রহণ করবে।’