বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ৫ দফা দাবি আদায়ে শিক্ষকদের নিয়ে নগর জামায়াত আয়োজিত এক গোলটেবিল বৈঠকে শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান বলেছেন, ‘আমরা আজই নির্বাচন চাই, কিন্তু সংস্কার ছাড়া আর ডামি নির্বাচন চাই না। জনগণের দাবি এখন স্পষ্ট— প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিসহ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের সন্তানেরা রক্ত দিয়ে এই দেশকে মুক্ত করলেও কিছু মানুষ এখনও স্বৈরাচারী মনোবৃত্তি ছাড়তে পারেনি। পিআর বুঝতে আপনাদের আর কত সময় লাগবে? জনগণের যৌক্তিক দাবিগুলো উপেক্ষা করলে আন্দোলন আরও কঠোর হবে।’
বুধবার (১ অক্টোবর) বিকাল ৪টায় দেওয়ানবাজারের বাংলাদেশ ইসলামিক একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষাবিদ ও শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘জুলাই আন্দোলনে শিক্ষকদের অবদান ছিল ঐতিহাসিক। কিন্তু ফ্যাসিস্ট শক্তিকে উৎখাতের পরও রাজনৈতিক সংস্কৃতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। জুলাই বিপ্লবকে টেকসই করতে ৫ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যেতে হবে।’
জামায়াতের ৫ দফা দাবি— ক. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, খ. জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, গ. সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত, ঘ. পূর্ববর্তী সরকারের গণহত্যা, দুর্নীতি ও দমননীতির বিচার দৃশ্যমান করা ও ঙ. স্বৈরাচারের সহযোগী হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ।