মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক বলেছেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। ইতিমধ্যে পূজার নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের জামালখানে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ফারুক-ই-আজম বলেন, ‘এটা শুধু সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান নয়, এটি সার্বজনীন উৎসব। আগে আমাদের সমাজে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্মান অনেক বেশি ছিল, বর্তমানে তা কিছুটা লোপ পেয়েছে। এর পেছনে প্রযুক্তির প্রভাবসহ নানা কারণ রয়েছে।’
তিনি পূজার সময় গুজব থেকে সাবধান থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একটি ঘটনা দেখলেই যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। কারও ছোট ভুল যেন অন্য পূজামণ্ডপের শান্তিপূর্ণ পূজা উদযাপনে বিঘ্ন না ঘটায়।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী দীপক কুমার পালিত, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী শ্যামল কুমার পালিত ও সদস্য অধ্যাপক শ্রী নারায়ণ চৌধুরী।