চট্টগ্রাম-৯ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে বাকলিয়া সরকারি কলেজ কেন্দ্রের (ব্লক ১ ও ৩) পরিচালক কমিটি ও বুথ কমিটির সদস্যদের নিয়ে এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন বাকলিয়া থানা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের আমির কামাল হোসাইন।
সভায় সভাপতিত্ব করেন রাহাত্তারপুল ওয়ার্ড জামায়াতের সভাপতি এডভোকেট এনামুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন বাকলিয়া থানা শূরার সদস্য ও পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের নায়েবে আমির আহমুদুল হক, ওয়ার্ড কর্মপরিষদ সদস্য ও বায়তুলমাল সেক্রেটারি ইকরামুল হক, সৈয়দশাহ মহল্লা কমিটির সভাপতি মোবারক হোসেন এবং বৃহত্তর রাহাত্তারপুল মহল্লা কমিটির সভাপতি সাঈদুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ফয়সাল মুহাম্মদ ইউনুস বলেন, ‘ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার এই পথচলা আগামী নির্বাচনে বিজয়ের পথে এক দৃঢ় পদক্ষেপ হিসেবে কাজ করবে।’